অ্যাপশহর

মৃত্যুকে অনুভব করতে চেয়েছিলাম, সুইসাইড নোটে লিখেছেন JNU ছাত্র

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই ছাত্র জেএনইইউ-এর এক অধ্যাপকের কাছে মেইল করে সুইসাইড নোট পাঠিয়েছিলেন। সেই সুইসাইড নোটের বয়ানে ইংরেজি শিক্ষকের উদ্দেশে লেখা, মৃত্যুকে আমি অনুভব করতে চেয়েছিলাম।

EiSamay.Com 19 May 2019, 1:25 am
এই সময় ডিজিটাল ডেস্ক: 'মৃত্যু'কে কাছ থেকে অনুভব করতেই নাকি আত্মহত্যার পথ বেছে নেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আত্মঘাতী ছাত্র। তাঁর সুইসাইড নোটে তেমনটাই উল্লেখ রয়েছে।
EiSamay.Com JNU


শনিবার বিশ্ববিদ্যালয়ের স্টাডি রুমে, গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেন ইংরেজি এমএ'র দ্বিতীয় বর্ষের ছাত্র ঋষি জোশুয়া।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই ছাত্র জেএনইইউ-এর এক অধ্যাপকের কাছে মেইল করে সুইসাইড নোট পাঠিয়েছিলেন। সেই সুইসাইড নোটের বয়ানে ইংরেজি শিক্ষকের উদ্দেশে লেখা, মৃত্যুকে আমি অনুভব করতে চেয়েছিলাম। সেসময় শারীরিক ভাবে ঠিক কেমন থাকি, সেটা দেখাই উদ্দেশ্য ছিল। আপনি যখন এটা পড়বেন, আমি আর থাকব না। মা-বাবাকে দেখবেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল