অ্যাপশহর

স্বাধীনতা দিবসের ভাষণের জন্য পরামর্শ চাইছেন নমো, জানুন কীভাবে দেবেন

পঞ্চমবার স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

EiSamay.Com 31 Jul 2018, 2:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের ভাষণের জন্য এবার দেশবাসীর সাহায্যপ্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ অগস্টের ভাষণ সম্পর্কে দেশের নাগরিকদের মতামত চাইলেন তিনি। মঙ্গলবার একটি ট্যুইটে নাগরিকদের পরামর্শ চেয়েছেন তিনি। জানিয়েছেন, নাগরিকদের পরামর্শ ও মতের ভিত্তিতেই ভাষণের খসড়া প্রস্তুত করা হবে।
EiSamay.Com প্রধানমন্ত্রীর ফাইল ফটো
প্রধানমন্ত্রীর ফাইল ফটো



২০১৯ লোকসভা নির্বাচনের আগে কার্যত শেষ স্বাধীনতা দিবসের ভাষণে কোন কোন ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীর বলা উচিত বলে মনে করেন আপনারা? কীভাবেই বা পাঠাবেন নিজেদের মতামত? পাঠকদের জন্য রইল উপায়-

নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ (MyGov) পোর্টালের মাধ্যমে পরামর্শ দিতে পারবেন ইচ্ছুক নাগরিকরা। ট্যুইটেও অ্যাপ বা পোর্টালের মাধ্যমে পরামর্শ শেয়ার করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

চলতি বছরের ১৫ অগস্ট স্বাধীনতা দিবস পালন করবে ভারত। ক্ষমতায় আসার পর এই নিয়ে পঞ্চম বার স্বাধীনতা দিবসের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল