অ্যাপশহর

'খনি মাফিয়াদের হাতযশে বোলবোলা শশীকলার, টাকা আছে দুবাই-ইংল্যান্ডে!'

বেঙ্গালুরু জেলে বন্দি ভি কে শশীকলার বিরুদ্ধে বেআইনি টাকা বিদেশের ব্যাঙ্কে জমিয়ে রাখার অভিযোগ আনলেন এআইএডিএমকে-এর প্রয়াত সুপ্রিমো জয়ললিতার ভাইপো দীপক।

EiSamay.Com 22 Nov 2017, 7:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু জেলে বন্দি ভি কে শশীকলার বিরুদ্ধে বেআইনি টাকা বিদেশের ব্যাঙ্কে জমিয়ে রাখার অভিযোগ আনলেন এআইএডিএমকে-এর প্রয়াত সুপ্রিমো জয়ললিতার ভাইপো দীপক।
EiSamay.Com vk sasikala has parked money in dubai uk amassed wealth through sand mining mafia
'খনি মাফিয়াদের হাতযশে বোলবোলা শশীকলার, টাকা আছে দুবাই-ইংল্যান্ডে!'


টাইমস নাও-কে দেওয়া একটি বিশেষ সাক্ষাত্কা রে দীপক জানিয়েছেন, শশীকলা বা তাঁর আত্মীয়দের কাছে কোনও সম্পত্তিরই বৈধ কাগজপত্র নেই। তিনি বলেন, ‘বেআইনি সব অর্থ ইতমধ্যে দেশের বাইরে চলে গেছে। শশীকলা সব টাকা দুবাই এবং ইউকে-তে লুকিয়ে রেখেছেন।’ এখানেই শেষ নয়, তিনি আরও জানান, ‘এই সব অর্থ শশীকলা মাইনিং মাফিয়া এবং বড় বড় ব্যবসায়ীদের থেকে নিয়েছেন। এই অর্থ দিয়েই তিনি বিভিন্ন সম্পত্তি কিনেছেন এবং রিয়াল এস্টেটে ইনভেস্ট করেছেন।’ জয়ললিতার সঙ্গে শশীকলার নিকট সম্পর্কেরই সুবিধে শশীকলা ও তাঁর পরিবার নিয়েছেন বলেই অভিযোগ দীপকের।

দীপক বলেন, ‘আগে আমিও শশীকলার সঙ্গে বিভিন্ন ব্যবসায়ে জড়িত ছিলাম। কিন্তু যখন জানতে পারলাম আমার পিসিকে উনি ঠকাচ্ছেন সেই মুহূর্তে ওঁর সঙ্গত্যাগ করি আমি। আমাকে এক পয়সা দেননি উনি।’

সম্প্রতি শশীকলা ও তাঁর পরিবারের সদস্যদের জেরা সংক্রান্তে জয়ললিতার পোয়েস গার্ডেনের বাড়িতে তল্লাশি অভিযান চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে বেশ কটি গুরুত্বপূর্ণ ল্যাপটপ এবং শশীকলার অ্যাকাউন্টের যাবতীয় তথ্য।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল