অ্যাপশহর

অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি-ই প্রাণ নিল ১০ বছরের শিশুর

ভিটামিন বড়ই নিরীহ ওষুধ। ভিটামিন খাওয়ার জন্যে আবার ডাক্তারের পরামর্শ লাগে নাকি! ওটা তো এমনি এমনিই খাওয়া যায়।

EiSamay.Com 30 Apr 2016, 12:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভিটামিন বড়ই নিরীহ ওষুধ। ভিটামিন খাওয়ার জন্যে আবার ডাক্তারের পরামর্শ লাগে নাকি! ওটা তো এমনি এমনিই খাওয়া যায়। এই ধারণার বশবর্তী হয়ে কম বেশি আমরা সবাই যখন তখন নানা রকম ভিটামিনের বড়ি খেয়ে থাকি। এই অকারণে ভিটামিন খাওয়া যে ধীরে ধীরে বিপদ ডেকে আনতে পারে এ কথা মাথাতেই আসে না।
EiSamay.Com vitamin d overdose kills 10 year old boy in delhi
অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি-ই প্রাণ নিল ১০ বছরের শিশুর


ঠিক এই বেপরোয়া ভাবের জন্যেই দিল্লিতে প্রাণ গেল ১০ বছরের এক শিশুর। নিরাপদ মাত্রার থেকে অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি খাওয়ার ফলেই মৃত্যু হয়েছে তার। এমনটাই জানিয়েছে দিল্লির AIIMS হাসপাতাল। তবে এক্ষেত্রে রোগীর কোনও দোষ ছিল না। স্বইচ্ছায় নয়, গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারের পরামর্শেই প্রয়োজনের থেকে ৩০ গুণ বেশি শক্তিশালি ডোজের ভিটামিন ডি টানা ২১ দিন খাওয়ার ফলেই এই দুর্ঘটনা। স্বাস্থ্যের উন্নতির জন্যে স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার প্রতিদিন ৬ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি খাওয়ার পরামর্শ দিয়েছিলেন তাকে।

অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি খাওয়ার ফলে শরীরে দেখা দেয় ভিটামিন ডি টক্সিসিটি। অসহ্য পেটের যন্ত্রণা এবং বমি হতে থাকে। AIIMS-এ নিয়ে আসা হলে তাকে ইন্ট্রাভেনাস হাইড্রেশন এবং স্টেরয়েড দেওয়া হয়। কিন্তু অবস্থার কোনও উন্নতি হয় না। শিশুটিকে ভর্তি করা হয় পিডিয়াট্রিক আইসিইউ-তে।

শরীরের ক্যালশিয়ামের মাত্রা অতিরিক্ত ভাবে বেড়ে যাওয়ায় প্যাঙ্ক্রিয়াটাইটিস এবং ইনফেকশন ছড়িয়ে পড়ে। আর তাতেই মৃত্যু হয় শিশুটির।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল