অ্যাপশহর

গাড়িতে দলীয় পতাকা লাগিয়ে সিগন্যাল অমান্য নেতার, VDO ভাইরাল

গাড়িতে সমাজবাদী পার্টির পতাকা লাগিয়ে নিয়ম ভাঙতে উঠেপড়ে লাগলেন শাসকদলের এক নেতা। সাধারণ যাত্রীরা তাতে বাধা দিলে, তাঁদের হুমকি দিতেও ছাড়েননি তিনি।

EiSamay.Com 27 Aug 2016, 11:51 am
এই সময় ডিজিটাল ডেস্ক : দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে পথ নিরাপত্তা নীতি প্রণয়ন করেছে উত্তরপ্রদেশ। রাজ্যবাসীকে ট্রাফিক নিয়ম মানার আর্জি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। না মানলে পুলিশকে কড়া হওয়ার আদেশও দিয়ে রেখেছেন অখিলেশ যাদব। কিন্তু, মুখ্যমন্ত্রী যতই কড়াকড়ি করুন, ট্রাফিক নিয়ম মানার ক্ষেত্রে কোনও পরিবর্তন মানছেন না শাসকদলের নেতারাই। গতকাল তারই প্রমাণ মিলল উত্তরপ্রদেশের নয়দায়। গাড়িতে সমাজবাদী পার্টির পতাকা লাগিয়ে নিয়ম ভাঙতে উঠেপড়ে লাগলেন শাসকদলের এক নেতা। সাধারণ যাত্রীরা তাতে বাধা দিলে, তাঁদের হুমকি দিতেও ছাড়েননি তিনি। নেতাকে সঙ্গ দেন তাঁর ড্রাইভার ও স্কুলছাত্রী মেয়ে। গোটা ঘটনা মোবাইলে রেকর্ড করেছেন এক বেসরকারি সংস্থায় কর্মরত প্রশান্ত সাক্সেনা। ভিডিও সমেত ঘটনাটি পোস্ট করেছেন ফেসবুকে।
EiSamay.Com viral video sp leader threatens a scooty rider for not giving way at red light
গাড়িতে দলীয় পতাকা লাগিয়ে সিগন্যাল অমান্য নেতার, VDO ভাইরাল


গতকাল নয়দার সেক্টর ৫৭-তে ক্যাবে বসে সিগন্যালে অপেক্ষা করছিলেন প্রশান্ত সাক্সেনা। তাঁর পাশে এসে দাঁড়ায় একটি এসইউভি গাড়ি। সিগন্যাল লাল থাকলেও আগে দাঁড়িয়ে থাকা স্কুটারের উদ্দেশে ক্রমাগত হর্ন দিতে থাকেন গাড়ি চালক। কিন্তু, স্কুটার তাতে না সরায় গাড়ি থেকে নেমে এসে সোজা হুমকি দেন চালক। গাড়িতে লাগানো পতাকা দেখিয়ে জানান গাড়িটি সমাজবাদী পার্টির এক নেতার। কিন্তু, সিগন্যাল না দেওয়ায় রাস্তা ছাড়তে নারাজ স্কুটারে বসা সর্দার। তখন গাড়ি থেকে নেমে আসেন খোদ নেতা। তিনিও এসে ওই সর্দারকে হুমকি দিতে থাকেন। যদিও তিনি তাতে বিচলিত হননি।



গোটা ঘটনাটি ভিডিও ক্যামেরাতে রেকর্ড করছিলেন প্রশান্ত। তাঁকে তা করতে দেখে গাড়ি থেকে নেমে আসেন ওই নেতার স্কুলছাত্রী মেয়ে। বাবার মতো সে-ও প্রশান্তকে হুমকি দেয়। এমনকী মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও ফেসবুকে পোস্ট করেছেন প্রশান্ত। কিন্তু, তাঁর ক্যাব চালক গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যান।

ফেসবুকে প্রশান্তের পোস্টটি এখনও পর্যন্ত ২৮৩০ বার শেয়ার করা হয়েছে। ১০ হাজারের বেশি লাইক পড়েছে পোস্টটি। যদিও ওই সমাজবাদী পার্টির নেতার পরিচয় এখনও জানা যায়নি। উত্তরপ্রদেশের শাসকদলের পক্ষ থেকেও এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

ভিডিও সৌজন্য : প্রশান্ত সাক্সেনার ফেসবুক

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল