অ্যাপশহর

ভিডিয়ো রেকর্ডিং করে সবরমতীতে ঝাঁপ তরুণীর

ভিডিয়ো রেকর্ডিং করে বাবার প্রতি শেষ বার্তা জানালেন তরুণী। আর তরপরই ঝাঁপ দিলেন সবরমতী নদীতে। মুহূর্তেই ভাইরাল হল ভিডিয়ো (Viral Video)। কেন এমন সিদ্ধান্ত তাঁর?

EiSamay.Com 2 Mar 2021, 10:14 am

হাইলাইটস

  • পণের জন্য বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে চাপ দেওয়া হচ্ছিল।
  • বাবাকে জানালেন, মুক্ত বিহঙ্গ হতে চান। আর তারপরেই ঝাঁপ দিলেন সবরমতী নদীতে।
  • আত্মহত্যার আগে স্বামী আরিফকে ফোন করেছিলেন আয়েশা।
এই সময় ডিজিটাল ডেস্ক: পণের জন্য বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে চাপ দেওয়া হচ্ছিল। বঞ্চনা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিল ২৩ বছরের বধূ আয়েশা। তবে, মানসিক কষ্ট পেয়ে নয় বরং হাসতে হাসতেই আত্মঘাতী হলেন তিনি। বাবাকে জানালেন, মুক্ত বিহঙ্গ হতে চান। আর তারপরেই ঝাঁপ দিলেন সবরমতী নদীতে। আত্মঘাতী হওয়ার আগে সবটাই অবশ্য ভিডিয়ো রেকর্ডিং করে রাখছিলেন আয়েশা নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাটে।
সবরমতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। আর সেই ঘটনার আগে ভিডিয়ো করে গেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিয়ো। যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। ভিডিয়োতে জানা যায়, তরুণীর নাম আয়েশা আরিফ খান। তবে তিনি জানান, কারও চাপে বা প্ররোচনায় নয়, নিজের ইচ্ছেতেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। মোবাইলে রেকর্ড করা ভিডিয়োতে আয়েশা তাঁর বাবার উদ্দেশে বার্তা দিয়েছেন। আয়েশা বলেছেন, 'আমি খুব খুশি আর শান্তিতে মরতে চাই। আমি লড়াই করতে চাই না। আমি আরিফকে ভালবাসি।'

আত্মহত্যার আগে স্বামী আরিফকে ফোন করেছিলেন আয়েশা। যদিও আরিফের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। দমকলের উদ্ধারকর্মীরা ওই মহিলার দেহ উদ্ধার করে তা পুলিশের হাতে তুলে দিয়েছে। গোটা ঘটনার নেপথ্যে কী কারণ তা তদন্ত করে দেখছে পুলিশ। জানা গিয়েছে, রাজস্থানের বাসিন্দা আরিফ খানের সঙ্গে ২০১৮ সালে বিয়ে হয়েছিল আয়েশার। বিয়ের পর থেকেই আরিফ এবং তার বাড়ির লোকেরা পণের জন্য আয়েশার ওপর অত্যাচার করত বলে অভিযোগ। ভাতভা থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন আয়েশা। শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা চলেছে।

ওই ভিডিয়োতে আয়েশা বাবার উদ্দেশে আরও বলেছেন, 'বাবা, আর কতদিন আমরা আপনজনদের সঙ্গে লড়াই করব? আয়েশাকে আর লড়াই করতে বোলো না কারণ আয়েশা আর যুদ্ধ করতে চায় না। আরিফ যদি স্বাধীনতা চায়, তাহলে বলি ও মুক্ত। আসো বাঁচি, এটাই সুযোগ। আমি খুশি। ঈশ্বরের সঙ্গে দেখা হলে আমি জানতে চাইব কী ভুল করেছিলাম আমি? দারুণ বাবা-মা, বন্ধুদের পেয়েছিলাম। তবু ভাগ্যে কিছু একটার অভাব রয়ে গেল। আমার আর কিছু বলার নেই। মেনে নিচ্ছি যে ঈশ্বর আমাকে স্বল্প আয়ু দিয়েছেন।'
রুটিতে থুতু ! বিয়েবাড়ির রাঁধুনীর ভিডিয়ো ভাইরাল
তাঁর শেষ কথা, 'এই নদীটা ভীষণ সুন্দর। আশা করছি এই নদী আমাকে গ্রহণ করবে। আমি হাওয়ার মতো, আমি বয়ে যেতে চাই, আমি খুশি, আমার জন্য প্রার্থনা করুন। জানি না স্বর্গে যেতে পারব কি না।'

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল