অ্যাপশহর

এবার বিক্ষোভ শুরু পাটনায়, পুলিশ ফাঁড়িতে আগুন

শহরের কার্গিল চক এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টা ধরে চলে অবরোধ। পুলিশ বিক্ষোভ সরাতে গেলে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে শূন্যে গুলি চালাতে হয়।

EiSamay.Com 16 Dec 2019, 12:37 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সংশোধনীত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সাধারণ মানুষের বিক্ষোভ রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে। কলকাতা, দিল্লির পরে এবার অশান্ত পাটনা। রবিবার রাতে শহরে পুলিশের গাড়ি এবং ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। একইসঙ্গে টায়ার জ্বালিয়ে চলে পথ অবরোধ। বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছন।
EiSamay.Com patna f
গাড়িতে আগুন..


শহরের কার্গিল চক এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টা ধরে চলে অবরোধ। পুলিশ বিক্ষোভ সরাতে গেলে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে শূন্যে গুলি চালাতে হয়। এ দিনের বিক্ষোভের নেতৃত্বে ছিলেন মূলত পাটনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সেইসঙ্গে পার্শবর্তী এলাকার লোকজনও এতে যোগ দেয়। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

পাটনার সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন গরিমা মালিক জানিয়েছেন, হিংসার ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। CCTV-র সহায়তায় অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল