অ্যাপশহর

গর্বের VDO! মহাকাশে যখন ছাড়া পেল ভারতের স্যাটেলাইট

১৪টি দেশের ২৯টি ন্যানো স্যাটেলাইট রয়েছে। NIUSAT নামে একটি ন্যানো স্যাটেলাইট রয়েছে ভারতেরও।

Ei Samay 17 Jul 2017, 9:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গায়ে কাঁটা দেয়। সঙ্গে গর্ব। ভিডিয়োটি দেখলে এমনই নানা অনুভূতির মিশেল খেলে বেড়ায় শরীরে। ISRO সম্প্রতি CartoSat-2E স্যাটেলাইট উত্‍‌ক্ষেপণ করেছে মহাকাশে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল থেকে স্যাটেলাইটটি যখন ম্যাপিং করা হচ্ছে মহাকাশে সেই ভিডিয়োটি প্রকাশ করেছে ISRO-র স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার।
EiSamay.Com video showing the launch of indias mapping satellite cartosat 2e
গর্বের VDO! মহাকাশে যখন ছাড়া পেল ভারতের স্যাটেলাইট


ভিডিয়োতে দেখা যাচ্ছে, কী ভাবে Cartosat ছেড়ে যাচ্ছে PSLV থেকে। পাঁচ বছর ধরে এই কৃত্রিম উপগ্রহ আরবান প্ল্যানিং, কৃষি-সহ একাধিক ক্ষেত্রে আরও উন্নতির জন্য স্যাটেলাইট ইমাজিনারি সংগ্রহ করবে।

PSLV থেকে ৭১২ কেজির Cartosat-2 লঞ্চের পাশাপাশি আরও ৩০টি স্যাটেলাইট পাঠানো হয়েছে। ১৪টি দেশের ২৯টি ন্যানো স্যাটেলাইট রয়েছে। NIUSAT নামে একটি ন্যানো স্যাটেলাইট রয়েছে ভারতেরও।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল