অ্যাপশহর

‘আমি কখনও উপ-রাষ্ট্রপতি হতে চাইনি, যোগ্য ছিলাম না প্রধানমন্ত্রীর পদের জন্যেও’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কথোপকথনের সময়ে তিনি জানান, ২০১৯ সালে দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর তিনি অনুরোধ করেছিলেন এই দায়িত্ব থেকে তাঁকে ছুটি দিতে।

EiSamay.Com 12 Aug 2019, 11:50 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের উপ-রাষ্ট্রপতির পদে রয়েছেন এম বেঙ্কাইয়া নাইডু। কিন্তু রবিবার তিনি জানালেন এই পদের দায়িত্ব গ্রহণ করতেই চাননি তিনি। কিন্তু অবশেষে এই গুরু দায়িত্ব নিতে রাজি হন ভারতীয় জনসঙ্ঘের নেতা এবং সমাজকর্মী নানাজী দেশমুখের আদর্শে অনুপ্রাণিত হয়ে। এদিন বেঙ্কাইয়া নাইডু এও বলেন, যেদিন উপ-রাষ্ট্রপতির পদে তাঁর নাম ঘোষণা করা হয় সেদিন কেঁদে ফেলেছিলেন তিনি। আনন্দে নয়, বরং বিজেপি দলীয় কার্যালয়ে আর কখনও যেতে না পারা এবং দলীয় কর্মীদের সঙ্গে কথা না বলতে পারার দুঃখে।
EiSamay.Com vice president venkaiah naidu talks his heart out in his book launch event, said never wanted to be vice president
আমি কখনও উপ-রাষ্ট্রপতি হতে চাইনি


বেঙ্কাইয়া নাইডু অকপটে স্বীকার করেন, খুবই সাধারণ পরিবারের থেকে এসেও দলের সৌজন্যে তিনি জীবনে সব পেয়েছেন। হ্যাঁ, প্রধানমন্ত্রীর পদের জন্যে তাঁর নাম ভাবা হয়নি কখনও, কারণ তিনি নিজেই মনে করেন এই পদের জন্যে একেবারেই যোগ্য ছিলেন না। দু’বছর এই দফতরের দায়িত্ব সামলানোর পর প্রকাশিত হয়েছে তাঁর লেখা একটি বই ‘Listening, Learning & Leading’। সেই বই প্রকাশ অনুষ্ঠানে এসেই মনে কথা খুলে বলেন নাইডু।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কথোপকথনের সময়ে তিনি জানান, ২০১৯ সালে দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর তিনি অনুরোধ করেছিলেন এই দায়িত্ব থেকে তাঁকে ছুটি দিতে। তিনি যে আগামীদিনে নানাজী দেশমুখের দেখানো পথে হেঁটে কিছু গঠনমূলক কাজ করতে চান তাও জানিয়েছিলেন। কিন্তু তাঁর এই আবেদন শোনেনি পার্টির কর্মকর্তারা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল