অ্যাপশহর

রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন বেঙ্গাইয়া

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। নিজের টুইটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে তিনি অপমান করেছেন বলে অভিযোগ।

EiSamay.Com 6 Jan 2018, 4:40 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। নিজের টুইটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে তিনি অপমান করেছেন বলে অভিযোগ। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের কাছে রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠিয়েছেন বেঙ্কাইয়া।
EiSamay.Com venkaiah naidu sends privilege notice against rahul gandhi to lok sabha speaker
রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন বেঙ্গাইয়া


লোকসভার সদস্য রাহুলের বিরুদ্ধে আনা নোটিশে বেঙ্কাইয়া দাবি করেছেন, 'প্রাথমিক তথ্য প্রমাণে স্পষ্ট যে রাহুল স্বাধিকার ভঙ্গ করেছেন'। নিজের টুইটে রাহুল লিখেছেন, 'প্রিয় জেটলি জি - গোটা দেশকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যে আমাদের প্রধানমন্ত্রী যা বলেন, তা আসলে বলতে চান না এবং তিনি আসলে যা বলতে চান, তা কখনোই বলেন না। #BJPLies'। এই টুইটে জেটলির নাম Jaitley-র বদলে Jaitlie লিখেছেন রাহুল। ইচ্ছাকৃত ভাবেই তিনি জেটলির নাম বিকৃত করেছেন বলে অভিযোগ।

রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন বিজেপির রাজ্যসভার সদস্য ভূপিন্দর যাদবও। এই অভিযোগটি স্পিকার পাঠিয়েছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির সভাপতিত্বে সংসদের এথিকস কমিটির কাছে।


খবরটি ইংরাজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল