অ্যাপশহর

ক্যানসার চিকিত্‍সায় বিশেষ হাসপাতাল এবার বারাণসীতে

প্রাচীন শহরে কিছুদিনের মধ্যেই চালু হচ্ছে অত্যাধুনিক হাসপাতাল, যেখানে ক্যানসারের সুচিকিত্‍সা হবে।

EiSamay.Com 21 Sep 2017, 11:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বারাণসীবাসীর জন্য সুখবর। এবার ক্যানসারের চিকিত্‍সা করাতে আর কোথাও ছুটতে হবে না কারণ প্রাচীন শহরে কিছুদিনের মধ্যেই চালু হচ্ছে অত্যাধুনিক হাসপাতাল।
EiSamay.Com varanasi to get its own cancer care centre next year
ক্যানসার চিকিত্‍সায় বিশেষ হাসপাতাল এবার বারাণসীতে


টাটা মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় বারাণসীতে গড়ে উঠছে নতুন ক্যানসার কেয়ার সেন্টার, যেখানে পরীক্ষা-নিরীক্ষার পরে সঠিক চিকিত্‍সকের কাছে রোগীকে পৌঁছে দেওয়া হবে। জানা গিয়েছে, মহামান্য পণ্ডিত মদনমোহন মালব্য ক্যানসার সেন্টারটি নির্মাণ করা হচ্ছে বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় চত্বরেই। প্রকল্পের নকশা অনুমোদন হয়ে গিয়েছে বলে খবর। মোট খরচ পড়ছে ৫৮০ কোটি টাকা। গোটা প্রকল্পটি নির্মাণ করছে টাটা ট্রাস্ট। হাসপাতালের চিকিত্‍সা সরঞ্জামও জোগান দেবে ট্রাস্ট।

তবে হাসপাতাল নির্মাণের আগে বারাণসী জেলায় শুরু হয়ে গিয়েছে ক্যানসার রোগী নথিভুক্তিকরণ প্রক্রিয়া। এই ব্যবস্থায় ওই অঞ্চলে কোন কোন ধরনের ক্যানসারের প্রকোপ রয়েছে, তার হিসাব পাওয়া যাবে। নির্মীয়মাণ হাসপাতালটিএলাকার প্রায় ৪০ লক্ষ রোগীর চিকিত্‍সায় সহায়ক হবে।

নয়া হাসপাতালের জন্য ইতোমধ্যে বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ক্যানসার বিশেষজ্ঞ ছাড়াও রেল হাসপাতালের চিকিত্‍সকদের চিহ্নিত করেছে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল। এছাড়া ৫০ জন নার্স এবং প্রযুক্তিবিদকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের লখনউ ও বারাণসী ও অসমের শিলচরের বিশেষজ্ঞদের নিয়ে গল ব্লাডার ক্যানসারের জন্য বিশেষ কনসর্টিয়াম তৈরির প্রক্রিয়া শুরু করেছে টাটা মেমোরিয়াল ট্রাস্ট। বারাণসী অঞ্চলে এই জাতীয় ক্যানসারের প্রাদুর্ভাব লক্ষ্য করেই এ ব্যাপারে বিশেষ নজর দেওয়া হয়েছে।

আগামী ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে হাসপাতাল তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করছে ট্রাস্ট। এই মর্মে ত্রিপাক্ষিক মউ সাক্ষরিত হয়েছে বলেও জানা গিয়েছে।

একই সঙ্গে স্থানীয় রেলওয়ে ক্যানসার হাসপাতালটি অধিগ্রহণ করে তার উন্নয়ন ঘটানো হবে বলে জানিয়েছে ট্রাস্ট। এই হাসপাতালে লিউকেমিয়া ও লিমফোমা রোগীদের চিকিত্‍সার ব্যবস্থা হবে বলে জানা গিয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল