অ্যাপশহর

Vande Bharat Express: ফের বিপদের গেরোয় বন্দে ভারত, গোরু-মোষের পর এবার চাক্কা জ্যাম

Vande Bharat Express News পর পর তিনদিন বন্দে ভারতের গতিরুদ্ধ। ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) তৃতীয় দিনে যান্ত্রিক ত্রুটির শিকার।

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 9 Oct 2022, 2:42 am
বন্দে ভারতের গেরো যেন শেষ হচ্ছে না। বৃহস্পতিতে মোষের ধাক্কা, শুক্রে গোরুর, শনিবার নয়া মুশকিলে পড়ল ভারতের সবচেয়ে দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) । এদিন বারাণসীমুখী বন্দে ভারত এক্সপ্রেসের চাকা জ্যাম হয়ে যায়। অনেক চেষ্টাতেও চালু করা যায় না ট্রেন। শেষে দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেস আনিয়ে বন্দে এক্সপ্রেসের যাত্রীদের তাতে বসিয়ে গন্তব্যে রওনা করানো হয়।
EiSamay.Com vande bharat


জানা গিয়েছে, শনিবার সকাল ৬টা নাগাদ নয়াদিল্লি স্টেশন থেকে যাত্রা শুরু করে Varanasi Vande Bharat rake (Train no. 22436)। কিন্তু আচমকাই দানকুর এবং ওয়েইর স্টেশনের মাঝে বন্ধ হয়ে যায় ট্রেনটি। রেল সূত্রে খবর, বন্দে ভারতের সি-৮ কোচের বল বেয়ারিংয়ে সমস্যার কারণে ট্র্যাকশন মোটর বিকল হয়ে যায়। বসে যায় ট্রেনের চাকা। কোনওভাবেই তা ঠিক না করা যাওয়া যাত্রীদের জন্য একটি পৃথক শতাব্দী এক্সপ্রেস আনা হয়। পরপর তিনদিন ট্রেনের যাত্রায় বিপত্তি ঘটনায় বন্দে ভারত নিয়ে সমস্যায় রেল। ট্রেনের সমস্ত যান্ত্রিক দিকে খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

Vande Bharat Express : বন্দে ভারত এক্সপ্রেসে ধাক্কা, মোষ মালিকের নামে FIR

বৃহস্পতিবার মুম্বই থেকে গান্ধীনগর (Gandhinagar) যাওয়ার রাস্তায় বন্দে ভারত এক্সপ্রেসের সামনে চলে আসে দু থেকে তিনটি মোষ। বেলা প্রায় সোয়া এগারোটা নাগাদ গুজরাটের বাতওয়া (Batwa) এবং মণিনগর (Maninagar) স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে ট্রেনের চালকের কোচের সামনের অংশ খুলে বেরিয়ে আসে। বৃহস্পতিবার রাতেই ট্রেনের ওই ভাঙা অংশ সারানোর পর ফের শুক্রবার দুপুর ৩টে ৫৫ নাগাদ গুজরাটের ভদোদরা ডিভিশনের আনন্দ স্টেশনের কাছে একটি গরুকে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি। তাতেও সামান্য হলেও ক্ষতিগ্রস্থ হয় ট্রেনটি।

Railway News: ফার্স্ট ক্লাস AC কোচ সফরে মিলবে ‘সেক্স সার্ভিস’! পাক রেলের ‘অফারে’ শোরগোল

গত ৩০ সেপ্টেম্বর গান্ধীনগর -মুম্বই (Gandhinagar-Mumbai) রুটে দেশের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্রুতগামী এই ট্রেনে সাড়ে ছ' ঘণ্টার কম সময়ে গুজরাটের গান্ধী নগর থেকে মুম্বই পৌঁছনো যাচ্ছে।বিমানযাত্রার বিকল্প হিসেবেই এই দ্রুতগামী ট্রেন চালাচ্ছে রেল। ভবিষ্যতে এরকম ৭৫টি ট্রেন তৈরির পরিকল্পনা রয়েছে ভারতের।

দেশের আরও খবরের জন্য ক্লিক করুন । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর