অ্যাপশহর

হাইকোর্টের রায়ে এবার তৃতীয় সন্তানের ক্ষেত্রে আর মাতৃত্বকালীন ছুটি মিলবে না!

২০১৮ সালে একটি রিট পিটিশন দাখিল হয়েছিল হালদওয়ানির বাসিন্দা ঊর্মিলা মাশিহ নামে এক মহিলার তরফে। একটি সরকারি হাসপাতালের নার্স তিনি। তাঁর তৃতীয় সন্তানের জন্মের পর মাতৃত্বকালীন ছুটি না পাওয়ার জেরেই তিনি পিটিশন দাখিল করেন।

TNN 19 Sep 2019, 9:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তিন সন্তানের মা হলে মেটারনিটি লিভ পাবেন না সরকারি কর্মচারীরা। মঙ্গলবার এমনই পর্যবেক্ষণ উত্তরাখণ্ডের হাইকোর্টের। ২০১৮ সালের জুলাই মাসে সিঙ্গল বেঞ্চের দেওয়া এমন নির্দেশিকাকে পুনরায় বিবেচনা করে ডিভিশন বেঞ্চের এমনই নির্দেশ। মুখ্য বিচারপতি রমেশ রঙ্গনাথন ও অলোক কুমার ভার্মা ছিলেন এই বেঞ্চে।
EiSamay.Com 09-Law-Clerk-Trainee-Vacancy-750x445


২০১৮ সালে একটি রিট পিটিশন দাখিল হয়েছিল হালদওয়ানির বাসিন্দা ঊর্মিলা মাশিহ নামে এক মহিলার তরফে। একটি সরকারি হাসপাতালের নার্স তিনি। তাঁর তৃতীয় সন্তানের জন্মের পর মাতৃত্বকালীন ছুটি না পাওয়ার জেরেই তিনি পিটিশন দাখিল করেন। ২০০০ সালে আলাদা রাজ্য হওয়ার সময়ই উত্তরাখণ্ডে এই নিয়ম লাগু করা হয়েছিল।

উত্তরাখণ্ডের সরকার এই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করে। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে ওভাররুল করে। আদালতের নির্দেশ এক্ষেত্রে মেটারনিটি বেনেফিট অ্যাক্টের একটি অ্যামেন্ডমেন্ট হিসেবে সামনে আসে। পেইড মেটারনিটি লিভ ১২ থেকে ২৬ সপ্তাহ করা হয়েছে। তবে তৃতীয় সন্তান হলে পেইড মেটারনিটি লিভ কমিয়ে ১২ সপ্তাহ করা হয়েছে।

খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল