অ্যাপশহর

বিজেপি নেতা হত্যার ছক ভেস্তে দিল পুলিশ, জালে কুখ্যাত শার্পশুটার

পরিকল্পনা ছিল, বারাণসীতে এনকাউন্টার করে সুশীল সিংকে খতম করার। কিন্তু, উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, এসটিএফের তত্‍পরতায় নেতা খুনের ছক ভেস্তে যায়।

EiSamay.Com 10 Aug 2019, 4:02 am
এই সময় ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য প্রাণে রক্ষে পেলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুশীল সিং। তাঁকে খুনে কুখ্যাত শার্পশুটার লাগানো হয়েছিল। পরিকল্পনা ছিল, বারাণসীতে এনকাউন্টার করে সুশীল সিংকে খতম করার। কিন্তু, উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, এসটিএফের তত্‍পরতায় নেতা খুনের ছক ভেস্তে যায়। এই ঘটনায় ওই শার্পশুটার-সহ তিন জনকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে।
EiSamay.Com Handcuff


পুলিশ সূত্রে খবর, ধৃত শার্পশুটার শিবপ্রকাশ তিওয়ারি ওরফে ধোনি তিওয়ারির মাথার দর ১ লক্ষ টাকা। বিশেষ সূত্রে এনকাউন্টারের আগাম খবর পেয়ে, শিবপ্রকাশকে তার দুই সঙ্গী-সহ গ্রেফতার করে এসটিএফ। তার এই দুই সঙ্গীর নাম মণীশ কেসরওয়ানি ও আজনানা সিং।

পুলিশি জেরায় ধৃত তিওয়ারি স্বীকার করে, বারাণসীতে আসার উদ্দেশ্যই ছিল সুশীল সিংকে খুন করা। ২০১১-র চাঞ্চল্যকর হিন্দু যুব বাহিনী নেতা বিষ্ণু দত্ত ওঝার খুনের আসামি সে। এতদিন ফেরার ছিল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল