অ্যাপশহর

মসজিদ বানাতে অযোধ্যায় বিকল্প জমি চিহ্নিত করল সরকার

অযোধ্যার 'পঞ্চকোশি পরিক্রমা' এলাকার বাইরে এই জমিগুলি চিহ্নিত করা হয়েছে। অযোধ্যায় বিশেষ সময় পুজোর জন্য যে ১৫ কিলোমিটার বৃত্তাকার পথ পরিক্রম করে থাকেন ভক্তরা, তাকে পঞ্চকোশি পরিক্রমা বলে।

EiSamay.Com 31 Dec 2019, 1:05 pm

হাইলাইটস

  • যে পাঁচটি প্লট আপাতত শর্টলিস্ট করা হয়েছে সেগুলি মূল অযোধ্যা নগরীর পাশ দিয়ে যাওয়া হাইওয়ের পাশে।
  • মসজিদ তৈরির জন্য বিকল্প জমি নেবে কিনা, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সুন্নি ওয়াকফ বোর্ড।
EiSamay.Com Ayodhya
অযোধ্যা
এই সময় ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমি চিহ্নিত করল উত্তর প্রদেশ সরকার। কয়েকটি জমি চিহ্নিত করে সুন্নি ওয়াকফ বোর্ডকে জানানো হবে। এই জমিগুলির মধ্যে থেকে পছন্দসই একটি বেছে নিতে পারবে সুন্নি ওয়াকফ বোর্ড।
অযোধ্যার 'পঞ্চকোশি পরিক্রমা' এলাকার বাইরে এই জমিগুলি চিহ্নিত করা হয়েছে। অযোধ্যায় বিশেষ সময় পুজোর জন্য যে ১৫ কিলোমিটার বৃত্তাকার পথ পরিক্রম করে থাকেন ভক্তরা, তাকে পঞ্চকোশি পরিক্রমা বলে। হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের এক সময়ে ধর্মীয় উত্‍সব পড়লে যাতে কোনওরকম সমস্যার সৃষ্টি না হয়, তার জন্যই পঞ্চকোশি পরিক্রমার বাইরে মসজিদের জন্য জমি বাছা হয়েছে বলে জানিয়েছে যোগী আদিত্যনাথের প্রশাসন।

যে পাঁচটি প্লট আপাতত শর্টলিস্ট করা হয়েছে সেগুলি মূল অযোধ্যা নগরীর পাশ দিয়ে যাওয়া হাইওয়ের পাশে। উত্তরপ্রদেশ সরকার এগুলিকে চিহ্নিত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ছাড়পত্রের জন্য পাঠিয়েছে। এই প্লটগুলি অযোধ্যা-ফৈজাবাদ রোড, অযোধ্যা-বাসতি রোড, অযোধ্যা-সুলতানপুর রোড এবং অযোধ্যা-গোরক্ষপুর রোডের ধারে অবস্থিত। তবে মসজিদ তৈরির জন্য বিকল্প জমি নেবে কিনা, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সুন্নি ওয়াকফ বোর্ড।


খবরটি ইংরেজিতে পড়ুন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল