অ্যাপশহর

কী কারণে দুর্ঘটনা উত্‍কল এক্সপ্রেসে? দিনের মধ্যেই উত্তর চান প্রভু

কার দোষে দুর্ঘটনা ঘটল উত্‍কল এক্সপ্রেসে? রবিবারের মধ্যেই তার উত্তর চান রেলমন্ত্রী সুরেশ প্রভু। প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে এই দুর্ঘটনার দায় কার তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রভু।

EiSamay.Com 20 Aug 2017, 1:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কার দোষে দুর্ঘটনা ঘটল উত্‍কল এক্সপ্রেসে? রবিবারের মধ্যেই তার উত্তর চান রেলমন্ত্রী সুরেশ প্রভু। প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে এই দুর্ঘটনার দায় কার তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রভু।
EiSamay.Com utkal express derailment railway minister suresh prabhu wants answers by end of the day
কী কারণে দুর্ঘটনা উত্‍কল এক্সপ্রেসে? দিনের মধ্যেই উত্তর চান প্রভু


পরিস্থিতির ওপর তিনি নজর রেখেছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী। আপাতত লাইন পরিস্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করাই তাঁর প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। যে ১৪টি কোচ বেলাইন হয়ে যায় শনিবার রাতে তার মধ্যে সাতটি কোচকে লাইনের ওপর থেকে ইতিমধ্যেই সরানো সম্ভব হয়েছে। আহতদের চিকিত্‍সার দিকেও খেয়াল রাখা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

শনিবার রাতে উত্তরপ্রদেশের খাতাউলিতে বেলাইন হয়ে যায় পুরী থেকে হরিদ্বারগামী উত্‍কল এক্সপ্রেস। মৃত্যু হয় ২৩ জন যাত্রীর, আহত ৪০০-রও বেশি। মৃতদের পরিবার পিছু ৩.৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতরা পাবেন ৫০,০০০ টাকা এবং অল্প আহতরা পাবেন ২৫,০০০ টাকা। ট্রেনের যাত্রী ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছেন রেল লাইনের ধারে বাস, এমন কয়েকটি বাড়ির বাসিন্দারা।


# Day after the Kalinga Utkal Express derailment, Railway Minister Suresh Prabhu has asked the Railway Board chairman to fix responsibility on "prima facie evidence by the end of day".

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল