অ্যাপশহর

'সুপ্রিম' হস্তক্ষেপে এবার ভিডিয়ো কলেই পেয়ে যাবেন ডিভোর্স!

দূরত্বের কারণে কারোর পক্ষে আদালতে হাজির না হলে, ‘ট্রান্সফার’ চাওয়া অস্বাভাবিক নয়।

EiSamay.Com 18 Mar 2017, 4:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্বামী থাকেন মধ্যপ্রদেশের জবলপুরে। মেয়েকে নিয়ে স্ত্রী রয়েছেন হায়দরাবাদে। ৩ বছর ধরে বিবাহবিচ্ছেদের মামলা চললেও নিষ্পত্তি হয়নি। এতদিন ধরে চলে আসা মামলা এবার নিজের শহর হায়দরাবাদে স্থানান্তর করানোর আবেদন জানিয়েছেন স্ত্রী। আবেদন অযৌক্তিকও নয়। আবার এতবছর ধরে চলে আসা মামলা হঠাৎ স্থানান্তর করানোও সোজা নয়। একমাত্র শীর্ষ আদালতের নির্দেশেই মামলা সরানো সম্ভব। এমতাবস্থায় নিম্ন আদালতের কী করা উচিত?
EiSamay.Com use video conferencing to hear divorce custody cases sc
'সুপ্রিম' হস্তক্ষেপে এবার ভিডিয়ো কলেই পেয়ে যাবেন ডিভোর্স!


এবার উপায় জানাল সুপ্রিম কোর্টই। শীর্ষ আদালত জানিয়েছে, এমন পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি চালানো যেতে পারে। বিবাহবিচ্ছেদ, সন্তানের দায়িত্ব সহ বিবাহ সংক্রান্ত মামলায় উক্ত পরিস্থিতি সৃষ্টি হলে, ভিডিও কনফারেন্সের রাস্তায় হাঁটতে নিম্ন আদালতগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এক মামলার পর্যবেক্ষণ করতে গিয়ে সম্প্রতি এই নির্দেশ জানিয়েছে বিচারপতি এ কে গোয়েল এবং বিচারপতি ইউ ইউ ললিত-এর ডিভিশন বেঞ্চ।

ডিভিশন বেঞ্চ জানায়, দূরত্বের কারণে কারোর পক্ষে আদালতে হাজির না হলে, ‘ট্রান্সফার’ চাওয়া অস্বাভাবিক নয়। এবং এক্ষেত্রে তা না দেওয়া ‘অবিচার’এর সমান। তাই এই সমস্যার সমাধান হওয়া উচিত। আর তা থেকেই ভিডিও কনফারেন্স-এর সমাধান দিয়েছেন শীর্ষ আদালতের দুই বিচারপতি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল