অ্যাপশহর

'মোদীর কাজ লা জবাব!' প্রশংসার পরও পাকিস্তান নিয়ে মধ্যস্থতা করতে চান ট্রাম্প

ট্রাম্প যখন দিল্লিতে এমন কথা বলছেন, তখন জ্বলছে রাজধানীর একটা বড় অংশই। সেই প্রসঙ্গ উঠলে তিনি বলেন, 'ব্যক্তিগত হিংসার কথা শুনেছি, তবে এটা ভারতের বিষয়।' কিন্তু ভারতের বিষয়ের বাইরে যখনই পাকিস্তানের প্রসঙ্গ উঠেছে, তখনই অনেক ভারসাম্যের কূটনীতির পরিচয় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, 'ভারত-পাকিস্তান, দুদেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই আমার সম্পর্ক ভালো। দুদেশ চাইলে মধ্যস্থতা করতে রাজি।'

EiSamay.Com 25 Feb 2020, 6:50 pm

হাইলাইটস

  • দুদিনের সফরের প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • এমনকী সবরমতী আশ্রম ঘুরে ভিজিটার্স বুকে গান্ধী নন, লিখেছিলেন মোদীর কথা।
  • সেই ধারাবাহিকতা সফরের দ্বিতীয় দিনও বজায় রাখলেন ট্রাম্প। সাংবাদিক বৈঠকে বললেন, 'ধর্মীয় স্বাধীনতা নিয়ে মোদীর সঙ্গে কথা হয়েছে। ভারতে সব ধর্মের মানুষ শান্তিতে আছেন। সকলের স্বাধীনতার জন্য ভাল কাজ করছেন মোদী।'
EiSamay.Com modi
ফের পুরনো অবস্থানে ট্রাম্প?
এই সময় ডিজিটাল ডেস্ক: দুদিনের সফরের প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী সবরমতী আশ্রম ঘুরে ভিজিটার্স বুকে গান্ধী নন, লিখেছিলেন মোদীর কথা। সেই ধারাবাহিকতা সফরের দ্বিতীয় দিনও বজায় রাখলেন ট্রাম্প। সাংবাদিক বৈঠকে বললেন, 'ধর্মীয় স্বাধীনতা নিয়ে মোদীর সঙ্গে কথা হয়েছে। ভারতে সব ধর্মের মানুষ শান্তিতে আছেন। সকলের স্বাধীনতার জন্য ভাল কাজ করছেন মোদী।'
ট্রাম্প যখন দিল্লিতে এমন কথা বলছেন, তখন জ্বলছে রাজধানীর একটা বড় অংশই। সেই প্রসঙ্গ উঠলে তিনি বলেন, 'ব্যক্তিগত হিংসার কথা শুনেছি, তবে এটা ভারতের বিষয়।' কিন্তু ভারতের বিষয়ের বাইরে যখনই পাকিস্তানের প্রসঙ্গ উঠেছে, তখনই অনেক ভারসাম্যের কূটনীতির পরিচয় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, 'ভারত-পাকিস্তান, দুদেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই আমার সম্পর্ক ভালো। দুদেশ চাইলে মধ্যস্থতা করতে রাজি।'

এর আগেই কাশ্মীর-সহ পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ইস্যুতে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বারবার মধ্যস্থতা করতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রতিবারই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে 'অভ্যন্তরীণ বিষয়' বলে এড়িয়ে গিয়েছে। এবার ভারত সফরে এসে শেষ লগ্নে ফের পাকিস্তান ইস্যুতে মধ্যস্থতা প্রস্তাব নতুন করে জল্পনার তৈরি করল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

এমনকী যে ইস্যুতে গোটা ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত, সেই সিএএ নিয়ে ট্রাম্প বলেন, 'সিএএ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়নি। তবে আশা রাখি, এ বিষয়ে ভারত ব্যবস্থা নেবে।'

এ দিন নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমার ভারত সফর দু'দেশের কাছেই অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।' সাংবাদিক সম্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানান, 'প্রতিরক্ষা-নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, বাণিজ্য- সব বিষয়েই আমাদের আলোচনা হয়েছে।'

মঙ্গলবার সকালে দিল্লির হায়দরাবাদ হাউজে সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী। মার্কিন ফার্স্ট লেডি সেখান থেকে দিল্লির সরকারি স্কুল পরিদর্শনে বেরিয়ে গেলে, দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই রাষ্ট্রপ্রধান। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন মোদী-ট্রাম্প।

প্রথমে বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী জানান, 'প্রতিরক্ষা থেকে তথ্যপ্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে।' সন্ত্রাসবাদ নিয়েও যে আলাদা করে আলোচনা হয়েছে, তাও জানান তিনি। ভারত-মার্কিন সম্পর্ক 'একুশ শতকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ' পর্যায়ে পৌঁছেছে বলে জানান প্রধানমন্ত্রী।

এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'গত দু'দিনে আমাদের যেভাবে স্বাগত জানানো হয়েছে, তা অত্যন্ত সম্মানের।' ভারত-মার্কিন সম্পর্কের উন্নয়নের প্রধানমন্ত্রী মোদীকে কৃতিত্ব দিয়ে ট্রাম্প বলেন, 'দুই দেশের সম্পর্ক এর আগে এত ভালো ছিল না। আমরা এমন অনেক কাজ করেছি, যাতে দু'দেশের উন্নয়ন বাড়বে। সুন্দর ভবিষ্যৎ গড়তে যৌথভাবে আরও কাজ করবে ভারত-আমেরিকা।'

তিনি আরও জানান, 'সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। ইসলামিক সন্ত্রাস রুখতে আমি ও মোদী একসঙ্গে কাজ করি এবং ভবিষ্যতেও করব। তাদের মাটি ব্যবহার করে চলা সন্ত্রাস দমনে পাকিস্তানের সঙ্গেও নিরন্তর আলোচনা চালানো হচ্ছে।' গতকাল মোতেরা স্টেডিয়ামে ভারতের সঙ্গে ৩০০ কোটি মার্কিন ডলার প্রতিরক্ষা চুক্তির কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই প্রসঙ্গে আজ তিনি বলেন, 'আমাদের মধ্যে অ্যাপাচে ও MH-৬০ রোমিও হেলিকপ্টার কেনাবেচার চুক্তি হয়েছে।' 'ভারতীয় মহাদেশের' শান্তি ও স্থিতাবস্থা নিয়ে দু'পক্ষের মধ্যে 'ইতিবাচক আলোচনা'র কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। ভারতে মার্কিন রপ্তানি ৬০% বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। সেই সাংবাদিক বৈঠকের সময়ই তিনি জানিয়েছিলেন বিকেলে আলাদা সাংবাদিক বৈঠক করবেন। আর সেই কথা মতো সাংবাদিক বৈঠক করেই আগের অবস্থান থেকে বেশ কিছুটা পালটি খেলেন ট্রাম্প, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল