অ্যাপশহর

Yogi Government ২.০-এর অ্যাকশন শুরু, ক্ষমতায় ফিরতেই IAS-দের রদবদল থেকে মন্ত্রীদের জন্য জারি নির্দেশিকা

Yogi Adityanath সরকার ক্ষমতায় ফিরতেি জোরকদমে লেগে পড়েছে কাজে। শাসকের সক্রিয়তায় শোরগোল রাজ্য রাজনীতিতে। মসনদে বসতে না বসতেই পাংচ বছরের রণনীতি তৈরি। প্রশাসন ও মন্ত্রীদের জন্য় জারি একাধিক কড়া নির্দেশিকা

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 15 Apr 2022, 7:04 pm
ক্ষমতায় ফিরতেই অ্যাকশনে যোগী সরকার (CM Yogi Adityanath)। Yogi Adityanath 2.0 সরকারের স্ট্র্যাটেজি টিমের কাছে তৈরি আগামী পাঁচ বছরের রণনীতি। শীঘ্রই তা বাস্তবায়নের কাজেও নেমে পড়ছে যোগী সরকারের দফতর। জনকল্যাণই অগ্রাধিকার। IAS অফিসার থেকে মন্ত্রীদের জন্যেও তৈরি বিশেষ নির্দেশিকা।
EiSamay.Com yogi adityanath 1.


ফের উত্তর-পূর্বে নজর জোড়াফুলের, মে মাসে Meghalaya সফরে Abhishek Banerjee

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কাজের পাশাপাশি প্রশাসনিক সংস্করণে নেমেছেন যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। শুক্রবারই ১৪ জন IAS অফিসারের বদলির নির্দেশ জারি করেছে উত্তর প্রদেশ সরকার। শুধু অফিসারদের জন্যই নয়, মন্ত্রীদের জন্যেও কড়া নির্দেশিকা তৈরি করেছে মুখ্যমন্ত্রী যোগীর দফতর ও তাঁর পরামর্শদাতা দল। যোজনার বাস্তবায়ন ও জনসেবার উদ্দেশে মন্ত্রীদের জন্য তৈরি টাইম টেবিল।

''RSS হাসপাতাল কি শুধু হিন্দুদের জন্য?'' Ratan Tata-র প্রশ্নে জবাব Nitin Gadkari-র

সেই রুটিন অনুযায়ী সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, সপ্তাহের চারদিন রাজধানী লখনউয়ে থাকবেন মন্ত্রীরা। সোমবার যে যার নিজের দফতরে জনতার সমস্যার সমাধানের উদ্দেশে বৈঠক করবেন। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠক হবে অথবা জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রীরা। বুধবার সরকার গঠিত কমিটির সঙ্গে বৈঠক করে সমস্যাগুলি শুনবেন মন্ত্রীরা এবং সমাধানের উদ্যোগ নেবেন। যোগী সরকারের দিনলিপি অনুযায়ী, শুক্রবার, শনি-রবিতে জেলার সমস্যাদীর্ণ অঞ্চলে রাত্রিবাস করবেন মন্ত্রীরা। এর আগেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে কড়া নির্দেশিকা জারি করে বলা হয়, সরকারি অনুষ্ঠানে বা সরকারি কাজে সফর করার সময় বিলাসবহুল হোটেল নয়, গেস্ট হাউসে থাকবেন মন্ত্রীরা।

JNU-তে গেরুয়ার অপমান! পোস্টার সরানোয় রুষ্ট হিন্দু সেনা

যোগী সরকার ২.০ -এর শপথ গ্রহণের পর এখন এক মাসও কাটেনি। এরই মধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রত্যেক দফতরের মন্ত্রীর থেকে একশো দিন, ৬ মাস এবং পাঁচ বছরের প্ল্যান চেয়ে পাঠিয়েছেন। ১৩ এপ্রিল কৃষি বিভাগের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠকে প্ল্যান প্রোজেকশন করা হয় বলে খবর। এমনভাবেই পর পর এক একটি বিভাগের পরিকল্পনা পেশ করার তারিখ নির্ধারণ করা হয়েছে এই সপ্তাহেই।

অহিংসার কথা বললেও ভারতবাসীর হাতে লাঠি থাকবে: মোহন ভাগবত

সম্প্রতি যোগীর ঘরে থাবা বসায় 'হ্যাকার'! শনিবার Uttar Pradesh Chief Minister Office-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়, সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, প্রায় চার ঘণ্টা হ্যাকারের কব্জায় ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট। সেই সময় হ্যাকারের তরফে বেশ কিছু পোস্ট করা হয়, যা টুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার পর ডিলিট করার হয়েছে বলে জানা গিয়েছে।

দেশের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল