অ্যাপশহর

উত্তরপ্রদেশে দ্বিতীয় দফাও নির্বিঘ্নে, ভোটের হার ৬৫.৫%

উত্তরপ্রদেশে নির্বাচনের দ্বিতীয় দফায় বুধবার ভোট পড়ল ৬৫.৫ শতাংশ। সেখানে উত্তরাখণ্ডে রেকর্ড ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

EiSamay.Com 15 Feb 2017, 10:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে নির্বাচনের দ্বিতীয় দফায় বুধবার ভোট পড়ল ৬৫.৫ শতাংশ। সেখানে উত্তরাখণ্ডে রেকর্ড ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
EiSamay.Com up registers 65 5 turnout in second phase uttarakhand sets record at 68
উত্তরপ্রদেশে দ্বিতীয় দফাও নির্বিঘ্নে, ভোটের হার ৬৫.৫%


নির্বাচন কমিশনের চোখে 'অত্যন্ত উত্তেজনাপ্রবণ' উত্তরপ্রদেশের দ্বিতীয় দফায় এদিন ৬৭টি কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে কমিশনের তরফে দাবি করা হয়েছে। বরং মানুষজনকে দেখে মনে হয়েছে তাঁরা গণতন্ত্রের উত্‍‌সবে শামিল হয়েছেন।
এদিন বিজনর, সাহারানপুর, মোর্দাবাদ, সম্ভাল, রামপুর, বরেইলি, আমরোহা, খেরি, পিলিভিট, শাহজাহানপুর ও বদায়ুন জেলায় ভোট হয়েছে।

কমিশন সূত্রে খবর, ফাইনাল রিপোর্ট তাঁরা পাননি। তবে, উত্তরাখণ্ডে ভোটের হার ৭০% ছুঁতে পারে বলেই তাঁরা মনে করছেন। বাড়তে পারে উত্তরপ্রদেশের ভোটদানের হারও।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল