অ্যাপশহর

সিএএ-বিরোধী হিংসায় প্ররোচনা, যোগীরাজ্যে ধৃত ৩ PFI সদস্য

শুক্রবার লখনউ পুলিশের তরফে জানানো হয়েছে, ১৯ ডিসেম্বর লখনউয়ের পুরনো শহর এবং পরিবর্তন চকের সিএএ-বিরোধী হিংসায় ইন্ধন জোগানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তিন জনই পিএফআই-এর সদস্য। নাম শাকিলুর রহমান, শাবি খান এবং আরশাদ।

EiSamay.Com 1 Feb 2020, 4:27 am
এই সময় ডিজিটাল ডেস্ক: নয়া নাগরিকত্ব আইন (CAA) বিরোধী হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-র তিন সদস্যকে গ্রেফতার করল যোগীর পুলিশ।
EiSamay.Com lucknow_DSa0rHw


শুক্রবার লখনউ পুলিশের তরফে জানানো হয়েছে, ১৯ ডিসেম্বর লখনউয়ের পুরনো শহর এবং পরিবর্তন চকের সিএএ-বিরোধী হিংসায় ইন্ধন জোগানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তিন জনই পিএফআই-এর সদস্য। নাম শাকিলুর রহমান, শাবি খান এবং আরশাদ।

যোগীর পুলিশের দাবি, ধৃতরা শুধুমাত্র যে নিজেরা হিংসায় শামিল হয়েছিল, তা নয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নাগরিকত্ব আইনের ভুল ব্যাখ্যা দিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে তাঁদের বিক্ষোভে শামিল হতে প্ররোচিত করেছে।

এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের রাজ্য সভাপতি ওয়াসিম আহমেদ, নাদিম এবং ডিভিশনাল সভাপতি আশফা।

নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকে উত্তরপ্রদেশের একাধিক জায়গায় হিংসা ছড়ানোর অভিযোগে এখনও পর্যন্ত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার একাধিক সদস্য গ্রেফতার হয়েছে। এর প্রেক্ষিতে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। যোগীর সেই আর্জির জবাব কেন্দ্রের তরফে এখনও আসেনি।

এদিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতা করে হিংসা ছড়িয়ে পিএফআই আর্থিক ভাবে লাভবান হয়েছে। মোট ১২০ কোটি টাকা পিএফআইয়ের সঙ্গে যুক্ত ব্যাংক একাউন্টে এখনও পর্যন্ত ক্রেডিট হয়েছে। যদিও ইডির এই দাবি নস্যাত্‍‌ করে সংগঠনটি। ফ্রন্টের তরফে বলা হয়, ইডির এই দাবির ভিত্তি নেই।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল