অ্যাপশহর

বিদ্যুতের বিল আদায়ে ‘নেম অ্যান্ড শেম’

বিদ্যুত্ চুরি আটকাতে এবং বকেয়া বিদ্যুতের বিল আদায় করতে এবার ‘নেম অ্যান্ড শেম পলিসি ’ শুরু করছেন যোগী আদিত্যনাথ৷

EiSamay.Com 10 Aug 2017, 3:12 pm
অরিন্দম বন্দ্যোপাধ্যায় ■ নয়াদিল্লি
EiSamay.Com up govt took name and shame measures to tackle electricity issue
বিদ্যুতের বিল আদায়ে ‘নেম অ্যান্ড শেম’


বিদ্যুত্ চুরি আটকাতে এবং বকেয়া বিদ্যুতের বিল আদায় করতে এবার ‘নেম অ্যান্ড শেম পলিসি ’ শুরু করছেন যোগী আদিত্যনাথ৷ রাজ্য জুড়ে অভিযানে নামছে উত্তরপ্রদেশ সরকারের বিদ্যুত্ বিভাগ৷ যে সব গ্রাহকরা দিনের পর দিন মোটা অঙ্কের বিল বকেয়া রেখেছেন , সরকার তাঁদের নাম এবং জরিমানার অঙ্ক সর্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে৷ এ বার থেকে বকেয়া বিদ্যুত্ বিলের গ্রাহকদের নাম ও ছবি সংশ্লিষ্ট এলাকায় প্রকাশ করে দেওয়া হবে৷ যাতে , সম্মান বাঁচাতে বাধ্য হয়ে বিল মিটিয়ে দেন গ্রাহকেরা৷ সেই কারণেই নীতির নাম রাখা হয়েছে ‘নেম অ্যান্ড শেম ’৷

উত্তরপ্রদেশের বিদ্যুত্ মন্ত্রী শ্রীকান্ত শর্মা জানিয়েছেন , ‘বকেয়া বিলের জেরে রাজ্যের বিদ্যুত্ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে৷ রাজনৈতিক প্রভাব খাটিয়ে , মোটা অঙ্কের বিল বকেয়া রেখে দেওয়া রেওয়াজে পরিণত হয়েছিল৷ মুখ্যমন্ত্রী কড়া হাতে ব্যবস্থা নিচ্ছেন৷ ’ মন্ত্রীর বক্তব্য , ইতিমধ্যেই প্রায় ৪০ হাজার এমন গ্রাহকের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে৷

রাজ্যে এই সমস্যা যে দীর্ঘদিনের তা মানছেন যোগী সরকারের বিদ্যুত্ বিভাগের শীর্ষ আমলারাও৷ উত্তরপ্রদেশের বিদ্যুত্ বিভাগের এক পদস্থ কর্তার কথায় , ‘এটা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে৷ কম বেশি সব জেলাতেই এই সমস্যা আছে৷ বারবার এই গ্রাহকদের আবেদন জানিয়েও কাজ হয়নি৷ যতবার আমরা ব্যবস্থা নিতে গিয়েছি কিংবা বিদ্যুতের লাইন কেটে দিয়েছি , ততবারই রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই গ্রাহকেরা পার পেয়ে গিয়েছেন৷ ’

সূত্রের খবর , গোটা বিষয়ে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ বিল বকেয়া রাখা গ্রাহকদের লাইন জোড়ার জন্য রাজ্যের কোনও বিজেপি নেতা যেন সুপারিশ না করেন , সে বিষয়ে সবাইকে দলীয় স্তরে সতর্ক করা হয়েছে৷ যোগী সাফ জানিয়েছেন , এমন কোনও সুপারিশ তিনি বরদাস্ত করবেন না৷ মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে রাজ্যের সব জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে , সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুতের বিল বকেয়া রাখা গ্রাহকদের তালিকা তৈরি করতে৷ সেটি তৈরি হলে অনুমোদন করাতে হবে বিদ্যুত্ বিভাগ থেকে৷ তারপর সেই তালিকা ধরে বিল আদায়ের লক্ষ্যে পথে নামবেন জেলাশাসকরাই৷

পাশাপাশি রাজ্যে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ যাতে আরও সহজে ও সস্তায় বিদ্যুত্ পান , তার বিশেষ ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে সরকার৷ এই জন্যেই বকেয়া আদায় হওয়া জরুরি৷ এমনই জানিয়েছেন বিদ্যুত্ বিভাগের শীর্ষ আমলারা৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল