অ্যাপশহর

ধর্মঘট করা যাবে না কলেজ-বিশ্ববিদ্যালয়ে, সরকারি নিষেধাজ্ঞা

আরও এক পরিবর্তন উত্তরপ্রদেশে। শুক্রবার উত্তরপ্রদেশ সরকার থেকে নিষিদ্ধ করা হল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কোনওরকম ধর্মঘট।

EiSamay.Com 1 Apr 2017, 2:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আরও এক পরিবর্তন উত্তরপ্রদেশে। শুক্রবার উত্তরপ্রদেশ সরকার থেকে নিষিদ্ধ করা হল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কোনওরকম ধর্মঘট। কড়া এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এসেনশিয়াল সার্ভিসেস মেন্টেনেন্স অ্যাক্টের অধীনে। আগামী ৩০ জুন পর্যন্ত চলবে জারি থাকবে এই নিষেধাজ্ঞা। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষক বা পড়ুয়াই ধর্মঘটে সামিল হতে পারবেন না।
EiSamay.Com up government bans strike in universities and colleges
ধর্মঘট করা যাবে না কলেজ-বিশ্ববিদ্যালয়ে, সরকারি নিষেধাজ্ঞা


সরকারি এই নিষেধাজ্ঞার অবমাননা করার চেষ্টা করা হলে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করার অধিকার থাকবে পুলিশের। ধরা পড়লে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।


উচ্চশিক্ষার প্রধান সচিব জিতেন্দ্র কুমার এই নিষেধাজ্ঞা জারি করে বলেছেন, ‘রাজ্যের যে কোনও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩০ জুন পর্যন্ত ধর্মঘটের উপর নিষেধাজ্ঞা জারি করা হল সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যের মোট ১৮টি বিশ্ববিদ্যালয় এবং প্রায় ৪ হাজার কলেজে পরীক্ষার মরশুম চলছে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই কঠোর হতে হয়েছে।’

খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

# The ban will continue till June 30

# It is put under the stringent Essential Services Maintenance Act

# It gives police power to arrest, without a warrant, anybody violating the provisions

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল