অ্যাপশহর

৫টা পর্যন্ত ভোট পড়ল ৬২%, তৃতীয় দফাও শান্তিতেই

উত্তরপ্রদেশের প্রত্যেক দফার ভোট যাতে শান্তিপূর্ণ হয়, তার জন্য চেষ্টার কসুর করছে না নির্বাচন কমিশন।

EiSamay.Com 19 Feb 2017, 6:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তৃতীয় দফার ভোটও মোটের উপর শান্তিতেই চলছে উত্তরপ্রদেশে। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের হার ৬১.১৬ শতাংশ। এ দিনের ভোট বেশ গুরুত্বপূর্ণ, কারণ বেশ কয়েক জন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে তৃতীয় পর্যায়ের। হেভিওয়েটদের মধ্যে রয়েছেন, শিবপাল যাদব, অপর্ণা যাদব, রীতা বহুগুণা যোশী, সাক্ষী মহারাজের মতো প্রার্থী।
EiSamay.Com up election 61 16 voter turnout in phase 3
৫টা পর্যন্ত ভোট পড়ল ৬২%, তৃতীয় দফাও শান্তিতেই


আরও পড়ুন: নোট নিয়েই ভোট অঙ্কে উত্তরপ্রদেশ
আরও পড়ুন: ​ এবারও ভোট দেবেন না লখনউ-এর ১৪১ নং ভোটার, কেন?

উত্তরপ্রদেশের প্রত্যেক দফার ভোট যাতে শান্তিপূর্ণ হয়, তার জন্য চেষ্টার কসুর করছে না নির্বাচন কমিশন। রবিবার ভোট গ্রহণ শুরুর সময়ই কানাডা থেকে বিশেষ নির্বাচন অফিসারের দল লখনৌয়ে বৈঠক করেন উত্তরপ্রদেশ নির্বাচন কমিশনের সঙ্গে। সকাল সকালই ভোটদান সেরে ফেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সাইফাইয়ে ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, 'রাজ্যের আরও উন্নয়নের জন্য দরকার সমাজবাদী পার্টি।'

আরও পড়ুন: নোট নিয়েই ভোট অঙ্কে উত্তরপ্রদেশ
আরও পড়ুন: ​ এবারও ভোট দেবেন না লখনউ-এর ১৪১ নং ভোটার, কেন?

লখনৌয়ে ভোট দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। লখনৌ ক্যান্টনমেন্টে ভোট দিয়ে বিজেপি প্রার্থী রীতা বহুগুণা বলেন, 'মুলায়ম সিংয়ের আবেগঘন আপিল ধোপে টিকবে না। অপর্ণা যাদবের হার শুধু সময়ের অপেক্ষা।'

আরও পড়ুন: নোট নিয়েই ভোট অঙ্কে উত্তরপ্রদেশ
আরও পড়ুন:এবারও ভোট দেবেন না লখনউ-এর ১৪১ নং ভোটার, কেন?

৪০৪টি আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ৭ দফায় চলছে ভোটগ্রহণ। রবিবার তৃতীয় দফায় ৬৯টি আসনে ভোটগ্রহণ হল। এদিন ভাগ্য নির্ধারণ হল ৮২৬ জন প্রার্থীর। পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৩১ লক্ষ ও মহিলা ভোটার ১ কোটি ১০ লক্ষ। মোট ভোটার ২.৪১ কোটি।

#69 constituencies of Uttar Pradesh are polling today. 826 candidates are in the fray, including big names like Shivpal Yadav, Aparna Yadav, Rita Bahuguna Joshi, among others.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল