অ্যাপশহর

আইনশৃঙ্খলায় জোর, ইস্তাহার প্রকাশ করে অমিত দাবি 'সংখ্যাগরিষ্ঠতা পাব আমরাই'

দুই-তৃতীয়াংশ আসন পেয়ে উত্তরপ্রদেশে বিজেপিই সরকার গড়তে চলেছে বলে দাবি করলেন ভারতীয় জনতা পার্টি (BIP)-র সভাপতি অমিত শাহ।

EiSamay.Com 28 Jan 2017, 5:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দুই-তৃতীয়াংশ আসন পেয়ে উত্তরপ্রদেশে বিজেপিই সরকার গড়তে চলেছে বলে দাবি করলেন ভারতীয় জনতা পার্টি (BIP)-র সভাপতি অমিত শাহ। শনিবার দলের ইস্তাহার প্রকাশ উপলক্ষে লখনউ-এর ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই দাবি করেন অমিত।
EiSamay.Com up election 2017 bjp will win with two third majority amit shah says
আইনশৃঙ্খলায় জোর, ইস্তাহার প্রকাশ করে অমিত দাবি 'সংখ্যাগরিষ্ঠতা পাব আমরাই'


বিজেপির সভাপতি বলেন, 'আমরা ৩০ লক্ষ মানুষের মতামত নিয়েছি। মিসড কল ও চিঠি লিখে তাঁরা মতামত জানিয়েছেন। ৫ হাজার সভাও করেছি। তার ভিত্তিতেই আমরা নিশ্চিত, দুই-তৃতীয়াংশ আসনে জিতে ক্ষমতায় আসছি।'

শনিবার বিজেপির তরফে প্রকাশিত নির্বাচনী ইস্তাহারে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়াও কর্মসংস্থানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের বর্তমান আইনশৃঙখ্লার অবনতির জন্য অখিলেশ যাদবের সরকারকেই তিনি দায়ী করেছেন।

শাহের দাবি, কেন্দ্র উত্তরপ্রদেশের জন্য ১ লক্ষ কোটি টাকা মঞ্জুর করলেও, কোনও উন্নয়নই চোখে পড়েনি। তার মধ্য আইনশৃঙ্খলার ক্রমে অবনতি হয়েছে।

সাংবিধানিক বিধান মাথায় রেখে রামমন্দির গড়ার একটা প্রচেষ্টা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। তাঁর আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে লোডশেডিং আর থাকবে না। ২৪ ঘণ্টা বিদ্যুত্‍‌ পরিষেবা মিলবে। বারো ক্লাস পর্যন্ত পড়াশোনা অবৈতনিক। চাষিদের জন্য কৃষিঋণের সুবিধা থাকবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল