অ্যাপশহর

ভারত সফরে সস্ত্রীক ট্রাম্প, নিরাপত্তার চাদরে মুড়েছে তিন শহর

মার্কিন প্রেসিডেন্টের সুরক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে আমেদাবাদে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়েছে তিন শহর। পালাম এয়ারপোর্ট থেকে রাষ্ট্রপতি ভবন, প্রায় পুরোটারই নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে। রয়েছে দিল্লি পুলিশও। আকাশ পথেও চলছে নজরদারি।

EiSamay.Com 24 Feb 2020, 9:07 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার দুপুরের আগেই অহমদাবাদের মাটি ছুঁয়ে ফেলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাও একা নয়, সপরিবারে। বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা, সিএএ-এনআরসি অস্বস্তি নিয়েই তাঁর মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট সফরে নিরাপত্তায় যে মাছি গলার সুযোগ থাকবে না, সে ব্যাপারে প্রশ্ন নেই। আয়োজনে যেন সামান্য ত্রুটিও না থাকে।
EiSamay.Com চলছে নজরদারি
চলছে নজরদারি


সর্দার প্যাটেল মার্গের ডিপ্লোম্যাটিক এনক্লেভে পাঁচতারা হোটেল আইটিসি মৌর্যয় দফায় দফায় চলে নিরাপত্তার নজরদারি। এখানেই ‘চাণক্য’ স্যুইটে থাকবেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। থাকবেন ট্রাম্প-কন্যা ইভাঙ্কা এবং জামাই তথা ট্রাম্পের উপদেষ্টা জেরাড কুসনের। নিরাপত্তার খাতিরে হোটেলের ৪৩৮টি রুমই বুকড। লবি, পার্কিং, সুইমিং পুলে দিল্লি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ঘুরছেন গোয়েন্দারা। রয়েছেন আমেরিকার সিক্রেট সার্ভিসের অফিসারও। রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলেও বসেছে বাড়তি সিসিটিভি ক্যামেরা। একই ছবি আগ্রাতেও।



মার্কিন প্রেসিডেন্টের সুরক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে আমেদাবাদে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়েছে তিন শহর। পালাম এয়ারপোর্ট থেকে রাষ্ট্রপতি ভবন, প্রায় পুরোটারই নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে। রয়েছে দিল্লি পুলিশও। আকাশ পথেও চলছে নজরদারি। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ মোতেরায় সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প ইভেন্টে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। বক্তব্যও রাখবেন। মার্কিন প্রেসিডেন্টের আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে আহমেদাবাদ পর্যন্ত রাস্তার দুধারের রাস্তার একাধিক পাঁচিলে রঙ করা হয়েছে। বস্তি ঢাকা হয়েছে পাঁচিল দিয়ে।


বিকেল সাড়ে তিনটে নাগাদ ট্রাম্প চলে যাবেন আগ্রায়। সেখানে মেলানিয়ার সঙ্গে তাজ দর্শন করবেন। ইতোমধ্যেই তাজের পাশে যমুনার দুর্গন্ধময় জল সাফ করতে ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে যাতে কোনও গন্ধ না পাওয়া যায়। তাজ দেখে বিকেলেই দিল্লি ফিরবেন ট্রাম্প। মঙ্গলবার সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে সেরিমোনিয়াল রিসেপশন। রাতে ব্যাঙ্কোয়েট হলে এলাহি নৈশভোজ। তার আগে নর্থ ড্রয়িংরুমে সাক্ষাৎ হবে রামনাথ কোবিন্দ ও ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে মরসুমি ফুল আর আলোর রোশনাইয়ে সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল