অ্যাপশহর

উন্নাওকাণ্ডেও হায়দরাবাদ এনকাউন্টারের পুনরাবৃত্তি চান নেটিজেনরা

৪৩ ঘণ্টার লড়াই শেষ করে, শুক্রবার গভীর রাতে মারা যান উন্নাওয়ের নির্যাতিতা তরুণী। শরীরের ৯০ শতাংশ পোড়া নিয়ে ভরতি ছিলেন দিল্লির সফদরজং হাসপাতালে। এদিন গভীর রাতে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়া মাত্র, নেটপাড়ায় হায়দরাবাদ এনকাউন্টারের পুনরাবৃত্তির জোরালো দাবি ওঠে। সমাজের একটা অংশে পুলিশের এনকাউন্টার নিয়ে আপত্তি থাকলেও, পশুচিকিত্‍‌সক তরুণীর ধর্ষক-খুনিদের এই 'শাস্তি' কিন্তু নেটিজেনদের খুশিই করেছে।

EiSamay.Com 7 Dec 2019, 4:00 am
এই সময় ডিজিটাল ডেস্ক: হুবহু হায়দরাবাদের আদলেই আর এক দফায় এনকাউন্টার চাইছেন নেটিজেনরা। যে কায়দায় হায়দরাবাদের চার ধর্ষক পুলিশি এনকাউন্টারে শুক্রবার ভোররাতে নিহত হয়েছে, তারই পুনরাবৃত্তি এ বার উন্নাওয়ে তাঁরা দেখতে চাইছেন। ৪৩ ঘণ্টার লড়াই শেষ করে, শুক্রবার গভীর রাতে মারা যান উন্নাওয়ের নির্যাতিতা তরুণী। শরীরের ৯০ শতাংশ পোড়া নিয়ে ভরতি ছিলেন দিল্লির সফদরজং হাসপাতালে। এদিন গভীর রাতে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়া মাত্র, নেটপাড়ায় হায়দরাবাদ এনকাউন্টারের পুনরাবৃত্তির জোরালো দাবি ওঠে। সমাজের একটা অংশে পুলিশের এনকাউন্টার নিয়ে আপত্তি থাকলেও, পশুচিকিত্‍‌সক তরুণীর ধর্ষক-খুনিদের এই 'শাস্তি' কিন্তু নেটিজেনদের খুশিই করেছে। সাইবারাবাদ পুলিশ কমিশনার এখন 'হিরো'। তেলেঙ্গানা পুলিশ যদি এ ভাবে ধর্ষক-খুনিদের সাজা দিতে পারে, তা হলে যোগীরাজ্য উত্তরপ্রদেশের পুলিশ উন্নাওয়ের দোষীদের সাজা দিতে এত কুণ্ঠিত কেন?
EiSamay.Com hyd-1575664021


শুক্রবার রাতে সফদরজং হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা যান উন্নাওয়ের তরুণী। ধর্ষকদের দেওয়া আগুনে তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিত্‍‌সার জন্য লখনউ থেকে তাঁকে দিল্লিতে উড়িয়ে আনা হয়। চিকিত্‍‌সার দায়িত্ব নেয় যোগী আদিত্যনাথ সরকার। গত মার্চে গণধর্ষণের শিকার হয়েছিলেন উন্নাওয়ের এই তরুণী। সম্প্রতি জামিনে অভিযুক্তরা জেলের বাইরে ছিল। বৃহস্পতিবার সাক্ষ্য দিতে রায়বরেলিতে যাওয়ার সময়, তাঁর উপর অতর্কিতে হামলা হয়। তাঁর ঘাড়ে ধারালো অস্ত্রে কুপিয়ে, গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়।

নেটিজেনদের একজন ট্যুইট করেন, 'পোড়ার ক্ষত নিয়ে শেষপর্যন্ত বাঁচতে পারলেন না উন্নাওয়ের ধর্ষিতা। এ বার উত্তরপ্রদেশ পুলিশ কী পদক্ষেপ করবে? হায়দরাবাদ পুলিশ যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই পথই অনুসরণ করবে? অভিযুক্তরা ইতিমধ্যেই জেলের বাইরে রয়েছে। দেখা যাক, এখান থেকে আইন কী ভাবে আইনের পথে চলে। নির্যাতিতা বিচার পান।'

আর একজন লিখছেন, উত্তরপ্রদেশ পুলিশ, আশকরি তোমরা জানো এরপর কী করতে হবে। 'করো এনকাউন্টার'। কেউ লিখেছেন, @UPGovt & @Uppolice তরফে এটা ভালো প্রতিফলন নয়!... সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ করতে হবে। এটা কি সম্ভব নয়?

রিপোর্ট অনুযায়ী, উন্নাও উত্তরপ্রদেশের 'ধর্ষণ রাজধানী'তে পরিণত হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল