অ্যাপশহর

এখনও বিপন্মুক্ত নন উন্নাওয়ের ধর্ষিতা, নতুন করে আক্রান্ত নিউমোনিয়ায়

ফলে, নির্যাতিতাকে নিয়ে উদ্বেগ বেড়েছে ডাক্তারদের। তাঁর চিকিত্‍‌সকেরা জানিয়েছেন, উনিশের ওই তরুণীকে এখনও লাইফ সাপোর্টেই রাখতে হয়েছে। তবে, উন্নাওয়ের ওই তরুণীর আইনজীবী এখনও অনেকটাই সুস্থ। ভেন্টিলেটর ছাড়াই স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন।

EiSamay.Com 3 Aug 2019, 9:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উন্নাওয়ের নির্যাতিতার শারীরিক অবস্থা আরও সংকটজনক। নতুন করে তাঁর আবার নিউমোনিয়া ধরা পড়েছে বলে শনিবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ফলে, নির্যাতিতাকে নিয়ে উদ্বেগ বেড়েছে ডাক্তারদের। তাঁর চিকিত্‍‌সকেরা জানিয়েছেন, উনিশের ওই তরুণীকে এখনও লাইফ সাপোর্টেই রাখতে হয়েছে। তবে, উন্নাওয়ের ওই তরুণীর আইনজীবী এখনও অনেকটাই সুস্থ। ভেন্টিলেটর ছাড়াই স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন।
EiSamay.Com 110740-nxjpkydqez-1563087256


গত ২৭ জুলাই লখনউ থেকে রায়বরেলি যাওয়ার পথে তাঁদের গাড়িতে একটি বেপরোয়া ট্রাক ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান উন্নাওয়ের ওই নির্যাতিতার এক কাকিমা ও তুতো বোন। গুরুতর জখম হন উন্নাওয়ের ধর্ষিতা ও তাঁর আইনজীবী। সেদিন থেকে লখনউয়ের কিং জর্জ'স মেডিক্যাল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে দু'জনেই চিকিত্‍‌সাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর উন্নাওয়ের নির্যাতিতার মা অভিযোগ করেন, ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার পরিকল্পিত ভাবে ট্রাক চাপা দিয়ে সপরিবার তাঁদের মারার ষড়যন্ত্র করেছিলেন। অভিযোগ তুলে নেওয়ার জন্য ওই বিধায়ক যে বেশ কয়েক বার ফোনে খুনের হুমকি দিয়েছিলেন, তা-ও জানিয়েছেন। পরিবারের আর্জি মেনেই ওই দুর্ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই-এর হাতে দেওয়া হয়।

এদিন হাসপাতালের ট্রমা সেন্টারের ইনচার্জ সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, তরুণী নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায়, তাঁর গায়ে জ্বর রয়েছে। রক্তচাপ এখনও অনিয়ন্ত্রিত। এ জন্য ওষুধ চলছে। অক্সিজেনও দিতে হচ্ছে তরুণীকে। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও, এখনও বিপন্মুক্ত বলে মনে করছেন না ডাক্তাররা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল