অ্যাপশহর

ভারতে চাইল্ড পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে সাহায্য করবে আমেরিকা

সরকারি এক সূত্রে বুধবার এমনটাই জানানো হয়েছে। মউ চুক্তিতে ভারতের তরফে সই রয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর। আমেরিকার তরফে স্বাক্ষর রয়েছে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন-এর।

EiSamay.Com 30 May 2019, 2:59 am
এই সময় ডিজিটাল ডেস্ক: অনলাইন শিশু পর্নোগ্রাফি রুখতে আমেরিকার সাহায্য নিতে চলেছে ভারত। শুধু শিশু পর্নোগ্রাফি নয়, শিশু যৌন হেনস্থা সংক্রান্ত কোনও ভিডিয়োও যাতে আপলোড না করা যায়, সেদিকে নজর থাকবে। এই মর্মে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি সম্পন্ন হয়েছে।
EiSamay.Com child-pornography-laws f


সরকারি এক সূত্রে বুধবার এমনটাই জানানো হয়েছে। মউ চুক্তিতে ভারতের তরফে সই রয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর। আমেরিকার তরফে স্বাক্ষর রয়েছে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন-এর। অনলাইন টিপলাইন রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। ওয়েবসাইটে একটি নির্দিষ্ট নম্বর থাকবে।

সেখানে কেউ জানালে, তা টিপলাইন রিপোর্ট হিসেবে গণ্য হবে। এজেন্সি সেই মতো পদক্ষেপ করবে। তবে, অভিযোগকারীর নাম-ধাম গোপন থাকবে। যারা চাইল্ড পর্নোগ্রাফি আপলোড করবে, তাদের বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল