অ্যাপশহর

কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে 'খুনের চেষ্টা'র মামলা

একই ধারায় অভিযোগ হয়েছে প্রহ্লাদের ভাইপোর বিরুদ্ধেও। সোমবার রাতে মধ্যপ্রদেশের নরসিংপুরে ৫ জনকে পিটিয়েছেন মন্ত্রিপুত্র। তার মধ্যে এক পুলিশকর্মীও রয়েছেন। আহতদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি।

EiSamay.Com 18 Jun 2019, 9:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেলের ছেলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মঙ্গলবার মামলা দায়ের করেছে মধ্যপ্রদেশ পুলিশ। একই ধারায় অভিযোগ হয়েছে প্রহ্লাদের ভাইপোর বিরুদ্ধেও। সোমবার রাতে মধ্যপ্রদেশের নরসিংপুরে ৫ জনকে পিটিয়েছেন মন্ত্রিপুত্র। তার মধ্যে এক পুলিশকর্মীও রয়েছেন। আহতদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি। তাঁকে গুলি করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। অভিযুক্ত প্রবাল পটেল কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। আর এক অভিযুক্ত মনু সিং পটেল মধ্যপ্রদেশের প্রাক্তনমন্ত্রী, বর্তমান বিধায়ক জামাল সিং পটেলের ছেলে। এই মনু আবার কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপো। ধৃতদের বিরুদ্ধে আইপিসি'র ৩০৭ ধারা (খুনের অভিযোগ)-য় মামলা রুজু হয়েছে।
EiSamay.Com arrest


ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার পিএস বালারে জানান, সোমবার রাতে স্থানীয় এক মার্কেটের সামনে দলবল নিয়ে হিমাংশু রাঠোর ও রাহুল রাজপুতের উপর হামলা চালায় মন্ত্রিপুত্র। তাতেও তৃপ্ত না হয়ে, বাড়িতে এনে ফের ওই দু-জনকে মারধর করা হয়। বাধা দিতে গিয়ে, এক পুলিশকর্মী-সহ আরও তিন জন নিগৃহীত হন। রাঠোরকে গুলিও করে অভিযুক্তরা। আক্রান্তরা একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেল দিল্লিতে থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে, তাঁর ভাই জামাল সিং পটেলের অভিযোগ, এটি পুলিশের ষড়যন্ত্র। তাঁর ছেলে-ভাইপোর নাম জড়িয়ে দেওয়া হয়েছে। দু-জনের কেউ-ই ঘটনাস্থলে ছিল না বলেই তাঁর দাবি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল