অ্যাপশহর

শিবসেনাকে ছেড়ে এনসিপির হাত ধরতে পারেন ফড়নবীশ

দেবেন্দ্র ফড়নবীশ সরকারের তৃতীয় বর্ষপূর্তির দিনই মহারাষ্ট্রে রাজনৈতিক সমীকরণ বদল নিয়ে জল্পনা তীব্র হল৷

EiSamay.Com 1 Nov 2017, 12:25 pm
গৌতম হোড় ■ নয়াদিল্লি
EiSamay.Com uddhavs secretary cant dictate terms to me maharashtra cm
শিবসেনাকে ছেড়ে এনসিপির হাত ধরতে পারেন ফড়নবীশ

দেবেন্দ্র ফড়নবীশ সরকারের তৃতীয় বর্ষপূর্তির দিনই মহারাষ্ট্রে রাজনৈতিক সমীকরণ বদল নিয়ে জল্পনা তীব্র হল৷ গত তিন বছর ধরে বিজেপি ও শিবসেনা মহারাষ্ট্রে ক্ষমতায় আছে৷ তা সত্ত্বেও দুই দল একে অপরের প্রতি সমানে আক্রমণ শানিয়ে গিয়েছে৷ দেশের অন্য কোনও জায়গায় কোনও জোট সরকারের প্রধান দুই শরিক একে অপরের বিরুদ্ধে এভাবে বিরোধিতা এবং বাক্যবাণ নিক্ষেপ করেনি৷ সূত্রের খবর , বিজেপি শীর্ষ নেতৃত্ব এ বার শরিক বদল করে শিবসেনার জায়গায় এনসিপি -র সঙ্গে হাত মেলাতে ইচ্ছুক৷ সম্পর্ক ভাঙা নিয়ে দুই দলই একে অপরের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে৷

শিবসেনার মুখপত্র সামনায় এ দিন সম্পাদকীয়র শিরোনাম হল , ‘ঠিক লাগে তো থাকো , না হলে চলে যাও৷ ’ এই কথাটা মুখ্যমন্ত্রী ফড়নবীস সহ বিজেপি -র উদ্দেশ্যে উদ্ধব ঠাকরের হুঁশিয়ারি৷ একদিন আগেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছিলেন , তাঁদের কাছে বিজেপিই বড় শত্রু৷ বিজেপি -র সঙ্গে তাঁরা যে সরকারে আছেন , সেটা নিছক থাকতে হয় বলে৷ আসলে দুই শরিকের মধ্যে শেষতম যে লড়াই শুরু হয়েছে তা রানেকে মন্ত্রী করা নিয়ে এবং শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে বিজেপির হাত মেলানোর সম্ভাবনা নিয়ে৷ কংগ্রেস থেকে বেরিয়ে এসে নারায়ণ রানে আলাদা দল গঠন করেছেন৷ তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও বিজেপি তাঁর সঙ্গে হাত মেলাতে খুব একটা দ্বিধা করছে না৷ কংগ্রেসের অভিযোগ , এখানে অন্তত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কাজ করছে না৷

ফড়নবীশ জানিয়েছেন , তিনি বিধানসভার শীত অধিবেশনের আগে মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন৷ তখনই রানেকে নেওয়া হবে বলে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন৷ রানে আগে শিবসেনায় ছিলেন৷ উদ্ধব ঠাকরে যখন নেতৃত্বভার নিচ্ছেন , তখন তিনি তার বিরোধিতা করেন৷ যার জেরে শিবসেনা ছাড়তে হয় তাঁকে৷ তাই অন্য যে কোনও নেতাকে মেনে নিতে পারেন ঠাকরে , কিন্ত্ত রানেকে নয়৷ দিন দুয়েক আগেই শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক সেরেছেন ফড়নবীশ৷ শিবসেনা চলে গেলে এনসিপি আসুক, সেটাই চায় বিজেপি৷ আর এতে পা বাড়িয়ে আছেন পাওয়ার৷ সে জন্যই সমীকরণ বদলের চর্চাটা এতটা তীব্র৷
শিবসেনা এখন বৃহন্মুম্বই পুরসংস্থায় বিজেপি -র সমর্থনে ক্ষমতায় আছে৷ বিজেপি -র সঙ্গে গাঁটছড়া ছিন্ন হলেও তাতে অসুবিধা নেই৷ তখন কংগ্রেসের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনে ক্ষমতায় থেকে যেতে পারবে শিবসেনা৷ ফলে দুই দল সম্পর্ক ছিন্ন করলে রাজ্য সরকারও বাঁচবে , বৃহন্মুম্বইতেও শিবসেনা ক্ষমতায় থেকে যেতে পারবে৷ ‘শত্রুর শত্রু ’ আমার বন্ধু এই নীতি মেনে কংগ্রেসও সম্ভবত এই সহায়তা করতে দ্বিধা করবে না৷ তবে অতীতেও এই দুই দলের সম্পর্ক ছিন্ন হওয়ার অবস্থা দেখা গিয়েছিল৷ কিন্ত্ত তারা শেষ পর্যন্ত আবার তারা একসঙ্গে থেকে গিয়েছে৷ এ বারও কি সেটাই হবে?

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল