অ্যাপশহর

মহারাষ্ট্রে প্রথমবার ঠাকরে সরকার, শপথ উদ্ধবের

মনোহর জোশী ও নারায়ণ রানের পর শিবসেনার তৃতীয় নেতা হিসেবে মহারাষ্ট্রের শীর্ষ আসনে বসলেন ৫৯ বছর বয়সি উদ্ধব ঠাকরে। সেইসঙ্গে ঠাকরে পরিবারের প্রথম সদস্য হিসেবে আনুষ্ঠানিক ভাবে কোনও সরকারে যোগ দিলেন।

EiSamay.Com 28 Nov 2019, 9:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের অষ্টাদশ মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার মুম্বইয়ের শিবাজিপার্কে শপথ নিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। জাতীয় ও রাজ্যস্তরের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এদিন একইসঙ্গে শপথগ্রহণ করেন ঠাকরে মন্ত্রিসভার ছয় সদস্যও। দুই শিব সৈনিক ছাড়াও জোট শরিক এনসিপি ও কংগ্রেসের দু-জন করে বিধায়ক এদিন মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন।
EiSamay.Com uddhav_cm_660_281119084317


মনোহর জোশী ও নারায়ণ রানের পর শিবসেনার তৃতীয় নেতা হিসেবে মহারাষ্ট্রের শীর্ষ আসনে বসলেন ৫৯ বছর বয়সি উদ্ধব ঠাকরে। সেইসঙ্গে ঠাকরে পরিবারের প্রথম সদস্য হিসেবে আনুষ্ঠানিক ভাবে কোনও সরকারে যোগ দিলেন।

‘১-২-৩, BJP-কে বিদায় দিন!’ উপনির্বাচনের হ্যাটট্রিকে মন্তব্য মমতার

শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের পরিবারের তিন প্রজন্মের মধ্যে এর আগে আদিত্য ঠাকরেই প্রথম সরাসরি নির্বাচনে অংশ নিয়েছেন।

এদিন জোট সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শিবসেনার একনাথ শিন্ডে, সুভাষ দেশাই, এনসিপির জয়ন্ত পাটিল ও ছগন ভুজবল ও কংগ্রেসের বালাসাহেব থোরাট ও নিতিন রাউত।

ঝাড়খণ্ড থেকেও বিদায় নেবে বিজেপি, নবান্নে দাঁড়িয়ে মন্তব্য মমতার

সেনা, এনসিপি ও কংগ্রেসের শীর্ষ নেতাদের উপস্থিতিতে তারকা-খচিত অনুষ্ঠানে এদিন শপথগ্রহণ করেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবীশও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেখা গিয়েছে এমএনএস নেতা রাজ ঠাকরেকেও।

নাক সুড়সুড়-কাশি থামছে না, ডাক্তারের হাতে গলায় বাসা বাঁধা জ্যান্ত জোঁক!

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও শিবসেনার তরফে এদিন আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু, শপথগ্রহণের দিন এগিয়ে আসায়, পূর্বনির্ধারিত কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি যেতে পারেননি। তবে, মহারাষ্ট্রের নতুন সরকারকে আগেই অভিনন্দন জানিয়েছেন।

সর্বসম্মত ভাবে তাঁকে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরার পর, এক ভাষণে উদ্ধব বলেন, 'মহারাষ্ট্রে কৃষকদের দুর্দশাই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।' তিনি বলেন, 'আপনারা সবাই মিলে যে গুরুদায়িত্ব দিচ্ছেন, আমি তা গ্রহণ করছি। আমি একা নই, আপনারা প্রত্যেকে আমার সঙ্গে মুখ্যমন্ত্রী।' তাঁর কথায়, 'আজ যা ঘটল, সেটাই প্রকৃত গণতন্ত্র। আশারাখি, আমরা একসঙ্গে রাজ্যের কৃষকদের চোখের জল মোছাতে পারব।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল