অ্যাপশহর

ইস্তফা দিতে প্রস্তুত: Uddhav Thackeray

Uddhav Thackeray এদিন ফেসবুক লাইভ থেকে স্পষ্ট বার্তা দিলেন, "মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে আমি প্রস্তুত।" মহারাষ্ট্রের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই সাধারণ নাগরিকদের উদ্দেশে বিশেষ বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর। কিছু কিছু বিধায়ককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও মন্তব্য করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra Chief Minister)। জেনে নিন বিস্তারিত আপডেট ...

Produced byরূপসা ঘোষাল | EiSamay.Com 22 Jun 2022, 6:30 pm
টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই বড় মন্তব্য করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra Chief Minister)। জনগণের উদ্দেশ্যে ফেসবুক লাইভ (Uddhav Thackeray Facebook Live) থেকে উদ্ধব ঠাকরের বার্তা, "আমি পদত্যাগ করতে প্রস্তুত। আমার পদত্যাগপত্র তৈরি রয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনও ছেড়ে দিতে রাজি।" একইসঙ্গে এদিন তিনি বলেন, "যখন ক্ষমতায় এসেছিলাম তখন আমার কোনও অভিজ্ঞতাই ছিল না। সমস্ত সমস্যার মোকাবিলা করেছি। কোভিড মোকাবিলায় ভালো কাজ করেছে সরকার। হাসপাতালে থাকাকালীনও ক্যাবিনেট বৈঠক করেছি। এখন আমি করোনায় আক্রান্ত।" হিন্দুত্বই শিবসেনার পরিচয়। শিবসেনা ও হিন্দুত্ব একই মুদ্রার দুই পিঠ। এমনও মন্তব্য করতে শোনা গেল উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray)। মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে হিন্দুত্ব। জনগণ আমায় মুখ্যমন্ত্রী বানিয়েছে।" অনেক বিধায়ককে জোর করে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি উদ্ধব ঠাকরের।
অসমে একনাথ শিন্ডে! কোন দিকে গড়াচ্ছে জল


Maharashtra Political Crisis: সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র: Sharad Pawar
উদ্ধব ঠাকরে এদিন বলেন, "মুখ্যমন্ত্রীর পদ আসবে যাবে। কিন্তু, মানুষের ভালোবাসা থেকে যাবে। বিগত দু'বছরে আমি জনগণের ভালোবাসা পেয়েছি। আমি ভাগ্যবান।" শরদ পাওয়ার এবং সোনিয়া গান্ধীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন উদ্ধব। কেবলমাত্র মুখ্যমন্ত্রীর পদ থেকে নয়, শিবসেনা প্রধান হিসেবেও সরে দাঁড়াতে প্রস্তুত রয়েছেন তিনি। এমনটাই বার্তা দিয়েছেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, "যে বিধায়করা বেরিয়ে গিয়েছেন, তাঁরা সামনে আসুন। আমি পদ থেকে সরে দাঁড়াতেও প্রস্তুত।" তাঁর আরও সংযোজন, "আমি আর ভার্সাতে থাকব না। মুখ্যমন্ত্রীর আবাসন ছেড়ে মাতোশ্রীতে চলে যেতে প্রস্তুত।" কার্যত অভিমানের সুরেই উদ্ধব ঠাকরের মন্তব্য, "যখন আমার নিজের দলের সদস্যরাই আমাকে চাইছেন না, তখন পদ আঁকড়ে রেখে কী করব।"

"বড় জোর সরকার ভাঙবে...", শিন্ডের সঙ্গে আলোচনা শেষে Sanjay Raut-এর মন্তব্য
সুরাটে গিয়ে কেন ক্ষোভ উগরে দিলেন বিধায়করা। সমস্যা থাকলে তাঁর কাছে এসেও জানাতে পারতেন। ফেসবুক লাইভে বিক্ষুব্ধ বিধায়কদের এভাবেই বার্তা দিতে শোনা গেল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে। শিবসেনারই অন্য কোনও নেতা তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী হলে আপত্তি থাকবে না। এমনটাও এদিন জানান উদ্ধব।

ইতিমধ্যেই উদ্ধবের বাড়িতে পৌঁছেছেন NCP প্রধান শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে।

রাজ্যপাট নড়বড়ে তা যেন আগে থেকেই খানিকটা আঁচ করতে পেরেছিলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট ক্রমশই জটিল আকার ধারণ করেছে। এর মধ্যেই বুধবার ফেসবুক লাইভে উদ্ধব ঠাকরের এই বার্তা ভবিষ্যতে কী প্রেক্ষাপট তৈরি করতে চলেছে, তা নিয়ে এখন কাটাছেঁড়ায় ব্যস্ত রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মহারাষ্ট্রের রাজনৈতিক মানচিত্রে শাসক দল যে বেশ কিছুটা কোনঠাসা তা কার্যত স্বষ্ট হল উদ্ধব বার্তায়।
লেখকের সম্পর্কে জানুন
রূপসা ঘোষাল
যাদবপুর বিশ্বিদ্যালয়ের জোড়া পোস্ট গ্র্যাজুয়েট শংসাপত্রের পাশাপাশি মাঠে নেমে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেছে রূপসা ঘোষাল। লালবাজার থেকে আলিমুদ্দিন আবার কখনও জ্বলন্ত বাগরি মার্কেট থেকে ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজ, রূপসার রয়েছে পঞ্চায়েত-বিধানসভা-লোকসভা নির্বাচন কভার করার অভিজ্ঞতাও। একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অভিজ্ঞতার পাশাপাশি গত ২ বছরেরও বেশি সময় ধরে এই সময় ডিজিটালে কাজ করার সুবাদে ডিজিটাল সংবাদমাধ্যমে তাঁর অনায়াস বিচরণ। ডিজিটাল কনটেন্ট প্রোডিউসার হিসেবে রাজনৈতিক, সামাজিক এবং ডিজিটাল দুনিয়ায় উপযোগী খবর কিউরেট করতে তিনি পারদর্শী। বহুচর্চিত বিষয় ছেড়ে তিনি ভিন্ন স্বাদের খবর করতে বিশেষ উৎসাহী। অবসর যাপনে পছন্দ করেন ভ্রমণ, গান ও ডিজিটাল বিনোদনে সময় দিতে।... আরও পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল