অ্যাপশহর

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী Eknath Shinde? সরকারি বাসভবন ছাড়লেন Uddhav Thackeray

ইস্তফাপত্র তৈরি থাকলেও এখনও পদত্যাগ করেননি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। কিন্তু ছাড়লেন সরকারি বাসভবন বর্ষা। যদিও শরদ পাওয়ারের প্রস্তাব বিদ্রোহ থামাতে মুখ্যমন্ত্রীর সিংহাসন দেওয়া হোক একনাথ শিন্ডেকে (Eknath Shinde)...

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 22 Jun 2022, 10:59 pm
মহারাষ্ট্রে অব্যাহত মহাসংকট (Maharashtra Political Crisis)। সরকার বাঁচাতে এবার শরদ পাওয়ার (Sharad Pawar)-এর মাস্টার ফর্মুলা। সূত্রের খবর, জোট বাঁচাতে এনসিপি প্রধানের পরামর্শ একনাথ শিন্ডেকে করে দেওয়া হোক মুখ্যমন্ত্রী। তাতে ক্ষমতা থাকবে জোটের হাতেই। অন্যদিকে, বুধবার বিকেলেই ফেসবুক লাইভে (Uddhav Thackeray Facebook Live) থেকে উদ্ধব ঠাকরের বার্তা, "আমি পদত্যাগ করতে প্রস্তুত। আমার পদত্যাগপত্র তৈরি রয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনও ছেড়ে দিতে রাজি।"
‘মুকুটহীন সম্রাট’! কে এই একনাথ শিন্ডে


রাত বাড়তেই যেমন কথা তেমন কাজই করলেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবন 'বর্ষা' ছেড়ে বেরিয়ে যান শিবসেনা প্রধান (Uddhav Thackeray)। যদিও শিবসেনা সদস্যরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদ ছাড়ছেন না উদ্ধব। সরকারি বাংলো ছেড়ে রাজ্যের মন্ত্রী তথা উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরে ও তাঁর স্ত্রীকে নিয়ে পারিবারিক বাড়ি মাতোশ্রীর দিকে রওনা হন তিনি। এখনও অনিশ্চিত মহারাষ্ট্রের রাজনৈতিক চিত্র।

একইসঙ্গে এদিন তিনি বলেন, "যখন ক্ষমতায় এসেছিলাম তখন আমার কোনও অভিজ্ঞতাই ছিল না। সমস্ত সমস্যার মোকাবিলা করেছি। কোভিড মোকাবিলায় ভালো কাজ করেছে সরকার। হাসপাতালে থাকাকালীনও ক্যাবিনেট বৈঠক করেছি। এখন আমি করোনায় আক্রান্ত।" হিন্দুত্বই শিবসেনার পরিচয়। শিবসেনা ও হিন্দুত্ব একই মুদ্রার দুই পিঠ। এমনও মন্তব্য করতে শোনা গেল উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray)। মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে হিন্দুত্ব। জনগণ আমায় মুখ্যমন্ত্রী বানিয়েছে।" অনেক বিধায়ককে জোর করে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি উদ্ধব ঠাকরের। উদ্ধব ঠাকরে এদিন বলেন, "মুখ্যমন্ত্রীর পদ আসবে যাবে। কিন্তু, মানুষের ভালোবাসা থেকে যাবে। বিগত দু'বছরে আমি জনগণের ভালোবাসা পেয়েছি। আমি ভাগ্যবান।" শরদ পাওয়ার এবং সোনিয়া গান্ধীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন উদ্ধব। কেবলমাত্র মুখ্যমন্ত্রীর পদ থেকে নয়, শিবসেনা প্রধান হিসেবেও সরে দাঁড়াতে প্রস্তুত রয়েছেন তিনি। এমনটাই বার্তা দিয়েছেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, "যে বিধায়করা বেরিয়ে গিয়েছেন, তাঁরা সামনে আসুন। আমি পদ থেকে সরে দাঁড়াতেও প্রস্তুত।"
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল