অ্যাপশহর

বান্দিপোরায় ব্যাপক সংঘর্ষ, খতম ২ সন্ত্রাসবাদী

বৃহস্পতিবার রাতে কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল দুই সন্ত্রাসবাদী।

EiSamay.Com 21 Sep 2018, 1:16 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাতে কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল দুই সন্ত্রাসবাদী। নিহতদের মধ্যে একজনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও, অন্য জনের দেহ এখনও ঘটনাস্থলেই পড়ে রয়েছে। রাতের অন্ধকারে দেহটি এখনও উদ্ধার করা যায়নি।
EiSamay.Com encounter Fi


কাশ্মীর রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG), রাষ্ট্রীয় রাইফেল ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফের যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের ব্যাপক গুলির লড়াই চলে। গভীর রাতের খবর, গোলাগুলি বন্ধ হলেও, সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

সূত্র মারফত্‍‌ খবর পেয়ে এদিন সন্ধ্যায় বান্দিপোরার সুমলার গ্রামে অভিযানে যায় যৌথ বাহিনী। গোটা গ্রাম চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। তল্লাশি অভিযান শুরু করলে, সন্ত্রাসবাদীরা গুলি ছুড়তে থাকে। পালটা বাহিনীও মোক্ষম জবাব দেয়। ঘটনাস্থলেই মারা পড়ে দুই সন্ত্রাসবাদী।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল