অ্যাপশহর

সোনা পাচার করতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার ২

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার কলরব মিশ্র সোমবার জানান, অভিযুক্তদের বয়স ৬২ ও ২৯ বছর। ব্যাংক থেকে তারা ফিরছিল। শনিবার দিল্লি বিমানবন্দরে নামার পরে, শুল্ক দফতরের তল্লাশিতে ওই সোনা উদ্ধার হয়

EiSamay.Com 12 Nov 2019, 3:43 am
এই সময় ডিজিটাল ডেস্ক: লুকিয়ে সোনা পাচার করতে গিয়ে দিল্লি বিমানবন্দরে ধরা পড়ল দুই ব্যক্তি। শুল্ক দফতরের অফিসাররা তাদের গ্রেফতার করে। উদ্ধার হওয়া সোনার মূল্য ৭৫ লক্ষ টাকা।
EiSamay.Com gold-1572958888-1573470955


ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার কলরব মিশ্র সোমবার জানান, অভিযুক্তদের বয়স ৬২ ও ২৯ বছর। ব্যাংক থেকে তারা ফিরছিল। শনিবার দিল্লি বিমানবন্দরে নামার পরে, শুল্ক দফতরের তল্লাশিতে ওই সোনা উদ্ধার হয়।

অক্টোবরেই ৩৫০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, ২০১৯ সালে সর্বোচ্চ

রাজ্যপুলিশে আস্থা নেই, বাংলার ৩ উপনির্বাচনেও হাজির হচ্ছে কেন্দ্রীয় বাহিনী!

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটে সোনার চুড়ি ও চারটে গলার হার। সবমিলিয়ে ওজন ১.৯ কেজি। বাজারমূল্য প্রায় ৭৫.১৪ লক্ষ টাকা। উদ্ধার হওয়া সোনার গয়না বাজেয়াপ্ত করে, শুল্ক দফতর তাদের পুলিশের হাতে তুলে দেয়।

তেজস-এর সাফল্যের পরে বেসরকারি হাতে যাচ্ছে ১৫০ ট্রেন

জেরায় জানা গিয়েছে, এই দু-জনের বাড়ি জলন্ধরে। জেরার দু-জনে জানায়, অতীতেও তারা সোনার গয়নার চোরাচালান করেছে। এর আগে ১.২ কেজির সোনা তারা পাচার করেছে। যার বাজারমূল্য ১.৯ কেজি।

শৌচাগারের দেওয়াল ভেঙে ২ আদিবাসী শিশুর মৃত্যু

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল