অ্যাপশহর

দু-জন ২৬৫+, অপরজন ১৪৪... বহাল তবিয়তেই ভোটার লিস্টে!

​​দুনিয়ার প্রবীণতম হিসেবে সম্প্রতি গিনেসে ঠাঁই পাওয়া ১১৬ বছরের জাপানি মহিলাকে হটিয়ে, সহজেই এনারা জায়গা করে নিতে পারেন। যদি... হ্যাঁ, যদি বেঁচে থাকেন। কারণ, আর যা-ই হোক ২৬৫, ১৪৪ বছর বয়সে বেঁচে থাকার ক্ষীণ সম্ভাবনাও নেই। কবে, মরে তেনারা ভূত হয়েছেন।

EiSamay.Com 14 Mar 2019, 12:44 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভোটারের নামের পাশে বয়স দেখাচ্ছে ২৬৫। একজন পুরুষ, অপর জন মহিলা। আরও একজন আছেন, তিনিও ভোটার, বয়স ১৪৪ নট আউট!
EiSamay.Com voter list


দুনিয়ার প্রবীণতম হিসেবে সম্প্রতি গিনেসে ঠাঁই পাওয়া ১১৬ বছরের জাপানি মহিলাকে হটিয়ে, সহজেই এনারা জায়গা করে নিতে পারেন। যদি... হ্যাঁ, যদি বেঁচে থাকেন। কারণ, আর যা-ই হোক ২৬৫, ১৪৪ বছর বয়সে বেঁচে থাকার ক্ষীণ সম্ভাবনাও নেই। কবে, মরে তেনারা ভূত হয়েছেন। লুধিয়ানা (পূর্ব) বিধানসভা কেন্দ্রে এমন ভূতুড়ে ভোটারের ছড়াছড়ি।

নির্বাচনী রেকর্ড বলছে, লুধিয়ানার ভোটার তালিকায় সবমিলিয়ে শতায়ু ব্যক্তির সংখ্যা ৮৬৩+! ওই তালিকা আরও বলছে, ১১৮ বয়স হয়েছে, শুধু এমন ভোটার আছেন ২৭৩ জন। শুধু শতায়ু ভোটারের সংখ্যাধিক্যেই গিনেসে নাম তুলে ফেলতে সক্ষম লুধিয়ানা! যদি না রেকর্ডে গরমিল থাকে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল