অ্যাপশহর

জম্মুতে সীমান্তের কাছে গোপন সুড়ঙ্গের খোঁজ

বিএসএফ টুইটে জানিয়েছে, সুড়ঙ্গটি প্রায় ২০ ফুট লম্বা এবং তিন-চার ফুট চওড়া। প্রায় ২৫ থেকে ৩০ ফুট গভীর এই সুড়ঙ্গের মুখে বেশ কয়েকটি বালির বস্তা উদ্ধার হয়েছে, যাতে করাচির নাম উল্লেখ রয়েছে।

EiSamay 30 Aug 2020, 9:00 am
এই সময়: ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের কাছে গোপন সুড়ঙ্গের হদিস পেল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরের কাছে এই সুড়ঙ্গ জঙ্গি অনুপ্রবেশের জন্য ব্যবহার করা হতো বলে ধারণা বিএসএফের। এই সুড়ঙ্গের খোঁজ পেয়ে তৎপর বিএসএফ। সীমান্তে আরও কোনও সুড়ঙ্গ রয়েছে কি না, খোঁজ চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী।
EiSamay.Com বিএসএফের তল্লাশি
বিএসএফের তল্লাশি


বিএসএফ টুইটে জানিয়েছে, সুড়ঙ্গটি প্রায় ২০ ফুট লম্বা এবং তিন-চার ফুট চওড়া। প্রায় ২৫ থেকে ৩০ ফুট গভীর এই সুড়ঙ্গের মুখে বেশ কয়েকটি বালির বস্তা উদ্ধার হয়েছে, যাতে করাচির নাম উল্লেখ রয়েছে। বালির বস্তা দিয়েই সুড়ঙ্গের মুখ চাপা দিয়ে রাখা ছিল। সুড়ঙ্গের খোলা মুখ সীমান্ত থেকে প্রায় ১৭০ মিটার ভিতরে একটি চাষের খেতের মধ্যে। বিএসএফের দাবি, সীমান্তবর্তী পাকিস্তানি গ্রামগুলিতে অনুপ্রবেশের জন্য রোজ ভিড় জমাচ্ছে জঙ্গিরা। এই সুড়ঙ্গের হদিস পেয়ে বিএসএফ পাক জঙ্গিদের অনুপ্রবেশ চক্রান্ত বানচাল করতে পেরেছে বলে দাবি।

সীমান্তে কাঁটাতারের বেড়া থেকে ৫০ মিটারের মধ্যে দিয়েই গিয়েছে এই সুড়ঙ্গ। নিকটবর্তী পাকিস্তানি পোস্ট এই সুড়ঙ্গ থেকে ৪০০ মিটারের মধ্যে। জম্মু-কাশ্মীর পুলিশের এক অফিসারের কথায়, 'সুড়ঙ্গ খুঁড়ে জঙ্গি ঢোকানো পাকিস্তানের পুরোনো কৌশল। ইজরায়েলে এ ভাবেই অনুপ্রবেশ করে হামাস যোদ্ধারা। পাকিস্তান সম্ভবত তাদেরই অনুকরণ করছে।' ২০১৯-এর সেপ্টেম্বরে গ্রাউন্ড পেনিট্রেটিং র‍্যাডার দিয়ে এমন গোপন সুড়ঙ্গের খোঁজ চালিয়েছিল বিএসএফ। সূত্রের খবর, ২০১২ থেকে এখনও অবধি এ রকম প্রায় সাতটি গোপন সুড়ঙ্গের খোঁজ মিলেছে।


পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল