অ্যাপশহর

করোনাভাইরাসে মৃত্যু ত্রিপুরার যুবকের, কেন্দ্রের দ্বারস্থ পরিবার

মৃত্যুর খবরে শোকে মুহ্যমান মনির হোসেনের পরিবার। মালয়েশিয়া থেকে মনিরের দেহ কীভাবে আনা হবে, তা ভেবে পাচ্ছে না তারা। এই পরিস্থিতিতে কেন্দ্রের সাহায্য চেয়েছেন পরিবারের সদস্যরা।

EiSamay.Com 30 Jan 2020, 1:56 am
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল ত্রিপুরার এক যুবকের। বছর তেয়িশের ওই যুবক আদতে ত্রিপুরার বাসিন্দা হলেও মালয়েশিয়ায় থাকতেন। মালয়েশিয়ার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
EiSamay.Com corona death


জানা গিয়েছে, মৃত যুবকের নাম মনির হোসেন। তিনি মালয়েশিয়ায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। সেখানেই করোনাভাইরাসে আক্রান্ত হন। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে এই দুঃসংবাদ মনিরের পরিবারকে জানায় মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে বিয়ে করেছিলেন মনির হোসেন। কাজের সন্ধানে তিনি ২০১৮ সালে মালয়েশিয়া যান। তখন থেকে একটি রেস্তোরাঁয় কাজ করতেন। মনির হোসেন দক্ষিণ-পূর্বের প্রথম বাসিন্দা যিনি করোনা-সংক্রমণে প্রাণ হারালেন।

মৃত্যুর খবরে শোকে মুহ্যমান মনির হোসেনের পরিবার। মালয়েশিয়া থেকে মনিরের দেহ কীভাবে আনা হবে, তা ভেবে পাচ্ছে না তারা। এই পরিস্থিতিতে কেন্দ্রের সাহায্য চেয়েছেন পরিবারের সদস্যরা।

চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে বেড়ে ১৩২ দাঁড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০০০। এই আতঙ্ক ক্রমে জাঁকিয়ে বসছে বিশ্বের নানা প্রান্তে। ১৭টি দেশে অন্তত ৬০ জন এমন রোগীর হদিস মিলেছে যাঁদের প্রত্যেকের দেহেই নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত। আমেরিকা, ম্যাকাও, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান প্রমুখ দেশের পাশাপাশি জার্মানি ও শ্রীলঙ্কাতেও আক্রান্তের খোঁজ মিলেছে। এর মধ্যে মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ত্রিপুরার যুবকের মৃত্যুর খবর সামনে এল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল