অ্যাপশহর

৪১ বছর আগে ছাগল চুরি, চোর ধরা পড়ল এতদিনে!

ত্রিপুরা পুলিশ সূত্রে খবর, ১৯৭৮ সালে পশ্চিম ত্রিপুরার রানির বাজার থেকে ছাগল চুরি করেছিল বাবা-ছেলে। তখনকার দিনে ছাগলটির দাম ছিল ৪৫ টাকা। তখন থেকেই ফেরার ছিল বাবা-ছেলে।

EiSamay.Com 15 Sep 2019, 12:32 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ছাগল চুরির জন্য পুলিশের খাতায় তিনি ছিলেন ওয়ান্টেড। চুরি 'ছাগল' বলেই হয়তো চোর ধরায় গরজ ছিল না পুলিশের। কিন্তু, অভিযোগের খাতায় তা নথিভুক্ত ছিলই। সেই মামলায় ৪১ বছর পর ধরা পড়ল ৫৮ বছরের এক ব্যক্তি। যদিও ঘটনার সময় সে ছিল সদ্য তরুণ, সবে ষোল পেরিয়ে সতেরো।
EiSamay.Com Goat


ত্রিপুরা পুলিশ সূত্রে খবর, ১৯৭৮ সালে পশ্চিম ত্রিপুরার রানির বাজার থেকে ছাগল চুরি করেছিল বাবা-ছেলে। তখনকার দিনে ছাগলটির দাম ছিল ৪৫ টাকা। তখন থেকেই ফেরার ছিল বাবা-ছেলে। ফলে বয়সের কারণে বাবা মোহন কোউল গত হলেও সতেরোর ছেলে এখন ৫৮। যৌবন কাটিয় প্রৌঢ়ত্বরে প্রান্তসীমায়। নাম বাচু কাউল। বর্তমান বাজারে চুরি যাওয়া ছাগলের দাম ৩০০০ টাকার কম নয়।

পুলিশ শনিবার জানায়, ৫৮ বছরের এই ব্যক্তি ৪১ বছরের পুরনো একটি মামলায় ওয়ান্টেড ছিলেন। দেরিত হলেও শেষ পর্যন্ত তিনি ধরা পড়েছেন। শুক্রবার রাতে তিনি গ্রেফতার হন। জানা গিয়েছে, বর্তমানে বাচু কাউল অসমের একটি চা-বাগানে শ্রমিকের কাজ করেন।

সূত্রের খবর, বাচুকে সোমবার নিম্ন আদালতে পেশ করে, সাত দিনের পুলিশ হেফাজত চাওয়া হবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল