অ্যাপশহর

তিন তালাক একতরফা, আইনের চোখে খারাপ: হাইকোর্ট

মুলসিম পার্সোনাল ল অনুযায়ী বিয়েটা একটা কন্ট্রাক্ট। এটা কখনওই একতরফাভাবে শেষ করে দেওয়া যায় না।

EiSamay.Com 10 May 2017, 11:09 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মুলসিম পার্সোনাল ল অনুযায়ী বিয়েটা একটা কন্ট্রাক্ট। এটা কখনওই একতরফাভাবে শেষ করে দেওয়া যায় না। তিন তালাক প্রসঙ্গে এমনই মত পোষণ করল এলাহাবাদ হাইকোর্ট।
EiSamay.Com triple talaq unilateral bad in the eyes of law says allahabad hc
তিন তালাক একতরফা, আইনের চোখে খারাপ: হাইকোর্ট


এপ্রিলের শেষ সপ্তাহে আকিব জামিল নামে এক ব্যক্তির পিটিশন খারিজ করে দিয়ে এই পর্যবেক্ষণ দিয়েছিল হাইকোর্ট। আকিবের স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে জানিয়েছন, পণের জন্য তাঁর উপর অত্যাচার চালাত আকিব। দাবি না মেটায় সে তাঁকে তিন তালাক দিয়ে দেয়। হাইকোর্টের সেই পর্যবেক্ষণের কপি মঙ্গলবার আপলোড করা হয়েছে হাইকোর্টের ওয়েবসাইটে। সুপ্রিম কোর্টে তিন তালাকের বৈধতা নিয়ে দাখিল হওয়া একগুচ্ছ পিটিশনের শুনানি শুরু ঠিক দুদিন আগে এই কপি আপলোড করা হল।

বিচারপতি সূর্যপ্রকাশ কেশরবাণী বলেন, পার্সোনাল ল বা সংবিধান কোনওটাই স্বামীকে মৌখিকভাবে বা নোটিশ পাঠিয়ে বিয়ের কন্ট্রাক্ট ভেঙে দেওয়ার অধিকার দেয়নি। 'এ ধরনের অভ্যেস অস্থিতিশীল ও আইনের চোখে খারাপ', বলেন বিচারপতি। মহিলাদের মানবাধিকার সারা বিশ্বের মানবাধিকারের অবিচ্ছেদ্য ও অবিভক্ত অংশ বলেও জানিয়েছে আদালত।

#Referring to the practice of triple talaq, the Allahabad high court has observed that under Muslim personal law, marriage is a contract which cannot be rescinded unilaterally.

#The HC made this observation in the last week of April while dismissing a petition by Aaqil Jamil, whose wife had filed a criminal complaint against him alleging that he had tortured her for dowry and when his demands were not met, he gave her triple talaq.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল