অ্যাপশহর

এবার ট্রেনযাত্রীরা পাবেন মাত্র ১ টাকায় ১০ লক্ষের সফর বিমা

IRCTC-র ওয়েবসাইট থেকে অনলাইনে ট্রেন টিকিট বুক করলে, যাত্রীরা এ বার ট্রাভেল ইনসিওরেন্সের কভারেজও পেয়ে যাবেন। এ জন্য টিকিট ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১ টাকা প্রিমিয়াম বাবদ দিতে হবে।

EiSamay.Com 27 Jul 2016, 9:18 pm
এই সময় ডিজটাল ডেস্ক: IRCTC-র ওয়েবসাইট থেকে অনলাইনে ট্রেন টিকিট বুক করলে, যাত্রীরা এ বার ট্রাভেল ইনসিওরেন্সের কভারেজও পেয়ে যাবেন। এ জন্য টিকিট ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১ টাকা প্রিমিয়াম বাবদ দিতে হবে। সামনের সেপ্টেম্বর থেকেই মিলবে এই ভ্রমণ বিমার সুযোগ। এই স্কিমের আওতায় সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের সুযোগ পাওয়া যাবে। ট্রেনে ভ্রমণের সময় দুর্ঘটনায় মৃত্যু হলে বা কারও অঙ্গহানি হলে, বা সারাজীবনের মতো কেউ পঙ্গু হয়ে গেলে এই ক্ষতিপূরণ পাওয়া যাবে।
EiSamay.Com train passengers to avail insurance cover for premium of re 1
এবার ট্রেনযাত্রীরা পাবেন মাত্র ১ টাকায় ১০ লক্ষের সফর বিমা


IRCTC সূত্রে জানা গিয়েছে, ট্রেন দুর্ঘটনায় আংশিক বা স্থায়ী অক্ষমতার জন্য ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে। হাসপাতালে ভর্তি করতে হলে, চিকিত্‍‍‌সা খরচ বাবদ পাওয়া যাবে সর্বাধিক ২ লক্ষ টাকা। ট্রেনে জঙ্গি হানা, ডাকাতি, সংঘর্ষ, গোলাগুলি থেকে কেউ অল্পবিস্তর জখম হলে ১০ হাজার টাকা পর্যন্ত পাবেন। ট্রেন দুর্ঘটনা মৃতের দেহ নিয়ে যাওয়ার জন্যও ১০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।

আইআরসিটিসি-র মুখপাত্র জানিয়েছেন, যে রেলযাত্রীরা ই-টিকিট বুক করবেন, তাঁরাই কেবল এই বিমার আওতায় আসবেন। শহরতলির ট্রেনের জন্য অবশ্য এই বিমা ব্যবস্থা থাকছে না।

জানা গিয়েছে, ICICI লমবার্ড জেনারেল ইনসিওরেনন্স, রয়াল সুন্দরম ও শ্রীরাম জেনারেলের সঙ্গে যৌথ উদ্যোগে এই ভ্রমণ বিমার স্কিম চালু করছে IRCTC।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল