অ্যাপশহর

৪ কোটি দিয়ে কিনেছিলেন মোদী-স্যুট, তিনিই কোটি টাকার প্রতারণার শিকার

তত্‍‌কালীন মার্কিন প্রেসিডেন্ট বরাক ওবামার ভারত সফরের সময় কোটি টাকা খরচ করে ওই স্যুটটি বানিয়েছিলেন ফ্যাশনদুরস্ত প্রধানমনন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা স্যুটে সোনার জড়িতে লেখা শতসহস্র মোদীনাম। এ নিয়ে প্রবল বিতর্কের জেরে দ্বিতীয়বার ওই স্যুটটি আর গায়ে চড়াননি নরেন্দ্র মোদী।

EiSamay.Com 25 Apr 2019, 9:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সোনায় মোড়া মোদী স্যুটের বর্তমান মালিক, গুজরাটের হিরে বণিক লালজিভাই পটেল কোটি টাকা প্রতারণার শিকার হলেন।
EiSamay.Com pm-modi-suit_650x400_51424323250


তত্‍‌কালীন মার্কিন প্রেসিডেন্ট বরাক ওবামার ভারত সফরের সময় কোটি টাকা খরচ করে ওই স্যুটটি বানিয়েছিলেন ফ্যাশনদুরস্ত প্রধানমনন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা স্যুটে সোনার জড়িতে লেখা শতসহস্র মোদীনাম। এ নিয়ে প্রবল বিতর্কের জেরে দ্বিতীয়বার ওই স্যুটটি আর গায়ে চড়াননি নরেন্দ্র মোদী।

২০১৫ সালে সেটি নিলামে উঠলে, ৪.৩ কোটি টাকা দিয়ে স্যুটটি কিনে নেন গুজরাটের হিরে বণিক লালজিভাই পটেল। গুজরাটের এই হিরে কারবারিই এবার প্রতারিত হয়েছেন।

একটি সংস্থা এক কোটি টাকার হিরে কিনে নিয়ে যায় পটেলের ফার্ম থেকে। কিন্তু, তারা সেই টাকা আর শোধ করেনি। সেই সংস্থার দোকানেও তালা ঝুলছে। প্রতারিত হয়েছেন বুঝে আদালতের দ্বারস্থ হয়েছেন হিরে বণিক।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল