অ্যাপশহর

আজ পঞ্চম দফায় নজরে আমেঠি, জেতার ব্যাপারে আশাবাদী জোট

উত্তরপ্রদেশে ভোটযুদ্ধের নির্ণায়ক পর্ব শুরু হতে চলেছে আজ

EiSamay.Com 27 Feb 2017, 7:40 am
লখনৌ : উত্তরপ্রদেশে ভোটযুদ্ধের নির্ণায়ক পর্ব শুরু হতে চলেছে আজ৷ সোমবার পঞ্চম দফার নির্বাচন৷ শেষ তিন দফায় ভোট দেবেন রাজ্যের পূর্বপ্রান্তের ২৫ জেলার মানুষ৷ ২০১২ -র ভোটে এই এলাকায় বিরোধীদের ধরাশায়ী করেছিল সমাজবাদী পার্টি৷ আত্মবিশ্বাসী অখিলেশ যাদব তাই রবিবার ফের বললেন , তাঁদের জোট ৩০০ -র বেশি আসনে জিতবে৷ সে কারণে বিজেপি ও বিএসপি পূর্ব উত্তরপ্রদেশে কামড় বসাতে মরিয়া৷
EiSamay.Com today fifth phase election at uttarpradesh
আজ পঞ্চম দফায় নজরে আমেঠি, জেতার ব্যাপারে আশাবাদী জোট


অখিলেশকে পাঁচ বছর আগে লখনৌয়ের কুর্সিতে বসানোর পিছনে উত্তরপ্রদেশের পূর্ব প্রান্তের ভোটদাতাদের বড় ভূমিকা ছিল৷ এখানকার ১৪১টি কেন্দ্রের মধ্যে গতবার ৮৭টিতে জিতেছিল সপা৷ বহুজন সমাজ পার্টি ১৭ , বিজেপি ১৬ ও কংগ্রেস ১২ কেন্দ্রে জয় পেয়েছিল৷ শেষ তিনটি দফার এই ১৪১ কেন্দ্রে তাই নজর বিরোধীদের৷ তার মধ্যে সোমবার পঞ্চম পর্যায়ে ভোটগ্রহণ হবে ১২ জেলার ৫১টি আসনে৷ এর মধ্যে ৩৭ কেন্দ্রে গতবার জিতেছিল সপা৷ ১২টি জেলার মধ্যে শ্রাবস্তী , বলরামপুর , সুলতানপুর ও আম্বেদকর নগরের সব আসন গিয়েছিল মুলায়ম -অখিলেশের ঝুলিতে৷ এ বার বাড়তি পাওনা কংগ্রেসের ভোট৷

তাই শেষ তিনদফার নির্বাচন শুরুর আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে৷ রবিবার অখিলেশ ফের বলেছেন , গতবারের মতোই ভালো ফল করবেন তাঁরা৷ মুখ্যমন্ত্রীর মন্তব্য , ‘আপনাদের আগেও বলেছি , সপা -কংগ্রেস জোট এ বারের ভোটে ৩০০ -র বেশি আসনে জয়ী হবে৷ ’৫১টি কেন্দ্রের মধ্যে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর আমেঠির দিকে নজর থাকবে এ দিন৷ এই লোকসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি বিধানসভা৷ এর মধ্যে আমেঠি কেন্দ্রে দুই রানির সংগ্রাম , বিজেপির গরিমা সিংয়ের বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের অমিতা সিং৷

রাজা সঞ্জয় সিংয়ের দুই সহধর্মিণীর মধ্যে রাজনৈতিক লড়াইকে ছাপিয়ে গিয়েছে পারিবারিক বিবাদ৷ দু’জনেই নিজেকে আমেঠির আসল রানি বলে দাবি করে প্রচার চালিয়েছেন৷ আমেঠি আরও একটি কারণে নজরে রয়েছে৷ এই কেন্দ্রে সমাজবাদী ও কংগ্রেসের জোট ভেঙে গিয়েছে৷ এখানে সপা প্রার্থী , রাজ্যের মন্ত্রী গায়ত্রী প্রজাপতি৷ তাই এখানে রাহুল ও অখিলেশের ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াই হবে৷ দাগি নেতা প্রজাপতির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ রয়েছে৷ তাই তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিলেন অখিলেশ৷ কিন্ত্ত , মুলায়ম সিং যাদবের চাপে প্রজাপতিকে ফেরাতে হয়৷ এখানে সপা -কংগ্রেসের ভোট কাটাকুটিতে রাজার বিবাহবিচ্ছিন্না স্ত্রী গরিমা শেষ হাসি হাসতে পারেন৷

মোট ৬০৮ জন প্রার্থীর মধ্যে নজরে থাকবেন রাজ্যের কয়েকজন মন্ত্রী --- গোন্ডায় বিনোদ সিং , আকবরপুরে রামমূর্তি বর্মা, জালালপুরে শঙ্কলাল মাঝি ও অযোধ্যায় পবন পাণ্ডে৷ বিএসপির প্রদেশ সভাপতি রাম রাজভড় মন্ত্রীকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আকবরপুর কেন্দ্রে৷ ১ কোটি ৮৪ লক্ষ ভোটদাতা রয়েছেন পঞ্চম দফায় , তাতে ৯৬ লক্ষ মহিলা ভোটার৷

পঞ্চম থেকে সপ্তম দফার জোরদার লড়াইয়ের আগে তাই সব শিবিরের মধ্যে বাকবিতণ্ডা চরমে পৌঁছেছে৷ নানা শব্দবন্ধে জমজমাট হয়ে উঠেছে প্রচারপর্ব৷ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্নের জবাব দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ মোদী অভিযোগ করেছিলেন , গ্রামে রমজানে বিদ্যুত্ দেওয়া হলে দীপাবলিতেও দেওয়া হোক৷ ভোটারদের মধ্যে মেরুকরণের লক্ষ্যে মোদীর এমন মন্তব্য বলে অনেকে মনে করছেন৷ এই অভিযোগের জবাবে অখিলেশ বলেন , ‘বিজেপি নেতারা তারে হাত দিয়ে দেখুন , তাতে বিদ্যুত্ আছে কি না৷ আমরা কোনও ভেদাভেদ ছাড়া রাজ্যের উন্নয়নের কাজ করেছি৷ ’ মোদীকে সপা নেতার কটাক্ষ, ‘প্রধানমন্ত্রী মন কি বাত -এ কথা বলেন , উত্তরপ্রদেশের মানুষ তাঁর কাছ থেকে কাম কি বাত (কাজের কথা ) শুনতে চায়৷ ’ --- সংবাদসংস্থাআত্মবিশ্বাসী অখিলেশ৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল