অ্যাপশহর

ফাঁসি রুখতে নয়া আইনি চাল নির্ভয়ার ধর্ষকদের, বিচারে ভোররাতে খুলল সুপ্রিম-দরজা

নির্ভয়ার ধর্ষক-খুনিদের ফাঁসি ঘিরে নাটক অব্যহত। সমস্ত আইনি পথ বন্ধ হওয়ার পরে বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ফাঁসির সাজাপ্রাপ্ত চার জন।তাদের মামলাটি গ্রহণ করেছে আদালত।

EiSamay.Com 20 Mar 2020, 3:21 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগে দিল্লির নির্ভয়ার ধর্ষক-খুনিদের ফাঁসি নিয়ে আইনি দড়ি টানাটানি শুক্রবার মধ্যরাত পর্যন্ত অব্যহত রইল। শুক্রবার ভোর সারে ৫টায় নির্ভয়ার ধর্ষক-খুনিদের ফাঁসি হবে বলে স্থির আছে। তার মাত্র ৪ ঘণ্টা আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আসামীদের আইনজীবী। তাদের মৃত্যুদণ্ড রদের আরজি রাষ্ট্রপতি খারিজ করে দিয়েছেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে নতুন আবেদনটি করা হয়েছে। রাত ২টো ৩০ মিনিটে সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানি হবে বলে প্রাথমিকভাবে স্থির হয়েছে। রাত ২টো ২০ মিনিট নাগাদ সর্বোচ্চ আদালত চত্বরে পৌঁছন নির্ভয়ার অভিভাবকরা। যদিও তাঁদের আদালতের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁরা কোর্টের বাইরে গাড়িতে বসে আছেন।
EiSamay.Com delhi


এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে নিম্ন আদালতে ফাঁসির সাজা স্থগিত রাখার আবেদন খারিজ করার পরে হাইকোর্টের দ্বারস্থ হয় নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত চার জনের মধ্যে তিন জন। শুনানির জন্য সেটি গ্রহণ করে আদালত। সেই অনুসারে রাতে তাদের আবেদনের জরুরি শুনানিতে বলে হাইকোর্ট । সমস্ত বিচার বিবেচনা করে আবেদন খারিজ করে দেয় বিচারপতি মোহনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

আবেদনকারীদের আইনজীবীকে লক্ষ্য করে ক্ষুব্ধ বিচারপতি বলেন, 'এই আবেদনের সঙ্গে কোনও অ্যানেক্সচার নেই। পক্ষদের মেমো নেই। এই আবেদন অন্তঃসারশূন্য। আপনি এটি দাখিলের আগে অনুমতি নিয়েছেন?'

এর জবাবে বিচারপতিকে আইনজীবী এপি জানান, করোনাভাইরাসের কারণে তাঁর পক্ষে নথির ফোটোকপি করা সম্ভব হয়নি। প্রত্যুত্তরে বিচারপতি বলেন, 'আদালত কীভাবে তাহলে খোলা আছে। আপনি আজ তিনটি কোর্টে উপস্থিত ছিলেন। ফলে আপনি একথা কখনই বলতে পারেন না, ফোটোকপি করার মতো সুযোগসুবিধা ছিল না। আপনার বক্তব্য শোনার জন্য রাত ১০টায় আমরা এখানে উপস্থিত আছি।' এর পরেই আবেদন খারিজ করে ফাঁসি বহাল রাখার রায় দেন।

এর আগে তিন বার নির্ভয়ার ধর্ষক-খুনিদের ফাঁসির তারিখ শেষ মুহূর্তে এসে পিছিয়ে গিয়েছে। ফাঁসি পিছনোর চেষ্টা এখনও জারি রয়েছে নির্ভয়া কাণ্ডের অপরাধীদের। যদিও সেই চেষ্টা জলে মার গেল। ফলে মৃত্যু পরোয়ানা অনুসারে শুক্রবার ভোরেই তিহাড় জেলে অক্ষয় ঠাকুর (৩১), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) এবং মুকেশ সিংকে (৩২) ফাঁসিতে ঝোলানো হবে বলে স্পষ্ট করে দিয়েছে আদালত।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল