অ্যাপশহর

রাজ্যে না ফিরলে মিলবে ₹১০,০০০! করোনা রুখতে অভিনব ঘোষণা নাগাল্যান্ডের

শুধু নাগাল্যান্ড সরকার নয়, এখানকার নাগরিক সমাজ, আদিবাসী সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন অন্য রাজ্য থেকে এই সময় কারোর নাগাল্যান্ডে না ফেরার পক্ষে সওয়াল করেছে। এই আবেদনগুলির প্রশংসা করেছে নাগাল্যান্ড সরকার।

EiSamay.Com 14 May 2020, 12:18 pm

হাইলাইটস

  • স্পেশাল ট্রেন চালিয়ে দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষদের তাঁদের রাজ্যে ফেরানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
  • কিন্তু এর ফিরে আসার ফলে সব রাজ্যেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
EiSamay.Com Nagaland
নাগাল্যান্ড
এই সময় ডিজিটাল ডেস্ক: এখনও পর্যন্ত একটিও করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি নাগাল্যান্ডে। করোনা-হীন রাজ্যের স্ট্যাটাস ধরে রাখতে মরিয়া নাগাল্যান্ড এক অভিনব ঘোষণা করল। এই রাজ্যের যে সব বাসিন্দা দেশের অন্যত্র আটকে পড়েছেন, নাগাল্যান্ডে না ফিরলে তাঁদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
স্পেশাল ট্রেন চালিয়ে দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষদের তাঁদের রাজ্যে ফেরানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এর ফিরে আসার ফলে সব রাজ্যেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় অন্য রাজ্যে আটকে পড়া মানুষজন ফিরে এলে রাজ্যের পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে নাগাল্যান্ড প্রশাসন। সেই কারণেই রাজ্যে না ফিরলে ১০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য।

নাগাল্যান্ড জানিয়েছে যে তাদের কাছে কোভিড চিকিত্‍সার পরিকাঠামো ও কোয়ারানটিন সেন্টারের যথেষ্ট অভাব রয়েছে। তাই অন্য রাজ্যে আটকে পড়া বাসিন্দারা ফিরে এলে কী ভাবে তাঁদের পরিষেবা দেওয়া যাবে, তা জানা নেই। তবে ধাপে ধাপে অন্য রাজ্যে আটকে পড়াদের ফিরিয়ে আনার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানানো হয়েছে।


খবরটি ইংরেজিতে পড়ুন।

পরের খবর