অ্যাপশহর

রাজ্যসভা থেকে পুরো শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড ডেরেক ও'ব্রায়েন

মনসুন অধিবেশনে নিয়মভঙ্গের অভিযোগে আগেই বরখাস্ত ১২ জন বিরোধী সাংসদ। সাসপেনশন তালিকায় এবার তৃণমূল সাংসদ Derek O'Brien। রাজ্যসভা থেকে পুরো মরশুমের জন্য বরখাস্ত ডেরেক

EiSamay.Com 21 Dec 2021, 7:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ১২ জন সাংসদের সাসপেনশন উঠতে না উঠতেই ফের সাসপেন্ড বিরোধী সদস্য। রাজ্যসভা থেকে গোটা শীতকালীন অধিবেশনের জন্য বরখাস্ত করে দেওয়া হল তৃণমূল সাংসদ Derek O'Brien-কে। Aadhaar-Voter ID Link এবং নির্বাচনী আইন সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় বিরোধিতা করেন তৃণমূল সাংসদ। জানা গিয়েছে, আলোচনা চলাকালীন রুল বুক ছুঁড়ে ফেলার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে। এরপরই টুইটারে ক্ষোভ উগরে দেন সাংসদ । তিনি লেখেন, এই প্রথম নয়। এর আগে সংসদে কৃষি আইন পাশ করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল মোদী সরকার। আমি কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদ করায় বরখাস্ত হয়েছিলাম। তারপর কী হয়েছিল তা সবাই জানে।
EiSamay.Com derek-o-brien


আরও আপডেটের জন্য রিফ্রেশ করুন....



সোমবারই লোকসভায় তৃণমূল সহ বিরোধীদের বিরোধিতার মধ্যেই পাশ হয়ে যায় নির্বাচনী সংশোধনী বিল।নাগরিকদের সচিত্র পরিচয় পত্র ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড (Aadhaar Card and Voter Id Card Link) সংযুক্তিকরণ নিয়ে অনুমোদন সংসদে। এবার থেকে আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে ভোটার কার্ড। এছাড়াও বদলাল নির্বাচনের সঙ্গে যুক্ত চারটি নিয়ম।

তবে এই বিল পাশের তীব্র বিরোধিতা করে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলি। তাদের দাবি অনুসারে, আধার হল দেশে বসবাসের প্রমাণ আর ভোটার আইডি হল নাগরিকত্বের প্রমাণ। এই দুই কার্ড সংযুক্ত করা হলে দেশের নাগরিক নন, এমন নাগরিকও ভোটাধিকার পেয়ে যাবে, বলে আশঙ্কা প্রকাশ বিরোধীদের। যদিও সরকারের তরফে জানানো হয়েছে, এই পরিবর্তনের ফলে ভোট গ্রহণ পদ্ধতি আরও দৃঢ় এবং ব্যাপক হবে। ভুয়ো ভোটার বাদ দেওয়া সহজ হবে। আর এসব কিছুর জন্য নির্বাচন কমিশনের ক্ষমতা ও গুরুত্ব বাড়বে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল