অ্যাপশহর

'তিহার জেলে জোর করে আমার পিঠে গরম লোহায় ওম লেখা হয়েছে'

​​শুক্রবার নব্বির ওরফে পোপা নামে ওই বিচারাধীন বন্দিকে দিল্লির কারকারদুমা আদালতে পেশ করা হলে, অত্যাচারের বহর দেখে শিউরে ওঠেন ম্যাজিস্ট্রেট। পরনের জামা খুলে বিচারককে নব্বির দেখায়, কীভাবে লোহার শিক গরম করে পিঠে ওম লিখে দিয়েছেন জেলকর্মীরা।

EiSamay.Com 19 Apr 2019, 10:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তিহার জেলের চার কুঠুরির মধ্যে প্রায় দিনই উপোসী কাটাতে হয়েছে তাকে। খিদের জ্বালায় ছটফটালেও না-খেয়ে দিন কাটাতে বাধ্য করেন জেলকর্মীরা। অত্যাচারের শেষ এখানেই নয়। আর যা করা হয়েছে, তা অকল্পনীয়। লোহার রড গরম করে বিচারাধীন ওই বন্দির পিঠে বড় করে দেগে দেওয়া হয় 'ওম'।
EiSamay.Com Om


শুক্রবার নব্বির ওরফে পোপা নামে ওই বিচারাধীন বন্দিকে দিল্লির কারকারদুমা আদালতে পেশ করা হলে, অত্যাচারের বহর দেখে শিউরে ওঠেন ম্যাজিস্ট্রেট। পরনের জামা খুলে বিচারককে নব্বির দেখায়, কীভাবে লোহার শিক গরম করে পিঠে ওম লিখে দিয়েছেন জেলকর্মীরা।

আদালত সূত্রে খবর, বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র বিক্রির মামলায় বিচারবিভাগীয় হেফাজতে বর্তমানে তিহার জেলে রয়েছে নব্বির। শুক্রবার তার বিচার বিভাগীয় হেফাজতে থাকার মেয়াদ ফুরনোয়, আদালতে পেশ করা হয়েছিল। বিচারাধীন বন্দির অভিযোগের প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন ম্যাজিস্ট্রেট।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল