অ্যাপশহর

১৭০০কিমি পথ হেঁটে, অবশেষে বাড়ির খোঁজ পেল বছর তিনেকের এই বাঘ

দেরাদুনের ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার রিসার্চার বিলাল হাবিব ( যিনি ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে, এই বাঘটির গলায় রেডিও কলার বসান )জানিয়েছেন ২৬ জুনে টিপেশ্বর অভয়ারণ্য ছেড়ে সে পথ চলতে থাকে।

EiSamay.Com 4 Jan 2020, 3:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রায় ৬ মাসে পায়ে হেঁটে পারি দিয়েছে ১৭০০ কিমি। বয়স মাত্র তিনবছর। নাম টি১সি১।
EiSamay.Com d8
রয়েল বেঙ্গল টাইগার।


কিছু সপ্তাহ আগেই খবরের শীর্ষে এসেছিল অপ্রাপ্তবয়স্ক এক বাঘ। যে কিনা নিজের বাড়ির খোঁজে আর জায়গা বিস্তার করে চলেছিল বুলধানার ধ্যানগঙ্গা বণ্যপ্রাণী অভয়ারণ্যে। গত ১১ মাস ধরে বাঘ বিশেষজ্ঞরা এই বাঘটির উপর নজর রেখেছিল। ধ্যানগঙ্গার প্রথম বাঘই হল এই টি১সি১। বৃহস্পতিবার পর্যটকদের চোখেই প্রথম ধরা পড়ে। ১৯০দিনে দিল্লি ও মুম্বইয়ের মধ্যে প্রায় ৩০০কিমি জায়গা জুড়ে ঘুরে বেড়িয়েছে এটি।

দেরাদুনের ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার রিসার্চার বিলাল হাবিব ( যিনি ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে, এই বাঘটির গলায় রেডিও কলার বসান )জানিয়েছেন ২৬ জুনে টিপেশ্বর অভয়ারণ্য ছেড়ে সে পথ চলতে থাকে। তারপর থেকেই তাঁর উপর নজর রাখা হচ্ছিল। ধ্যানগঙ্গায় সাম্প্রতিক ছবিটি তিনিই শেয়ার করেন। শুধু তাইন নয়, বাঘটির পূর্ণাঙ্গ যাত্রাপথের ছবিও শেয়ার করেছেন তিনি। তাঁর কথায়, বাঘটি মহারাষ্ট্র ও তেলঙ্গানার আটটি জেলা ও চারটি অভয়ারণ্যে পাড়ি দিয়েছে সে।

তাঁর কথায়, নিজের এড়িয়া বিস্তারের জন্যই এই যাত্রা। এবার শুধু একটি বাঘিনীর দরকার। ঐতিহাসিক যাত্রার পর এই প্রথম থিতু হয়েছে সে। মহারাষ্ট্রের এর আগে কখনও বাঘের চিহ্ণ ছিল না। এবার বিশেষ নজর দিতে চাইছে এই রাজ্য।

খবরটি ইংরেজিতে পড়ুন:

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল