অ্যাপশহর

সপ্তাহে পর পর তিন শিকার! মহুয়া ফুল তুলতে গিয়ে বাঘিনীর থাবায় মৃত তরুণী

অভয়ারাণ্যে মানুষের চলাচল করা নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই মহুয়া ফুলো তোলার হিড়িক শুরু হয়েছে মধ্যপ্রদেশের জাতীয় ব্যাঘ্র উদ্যানে। ফলে বাঘের হামলায় পর পর তিনটি মৃত্যুর ঘটনা ঘটল।

EiSamay.Com 16 Apr 2020, 4:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহে তিনবার বাঘের হামলার খবর ঘটল মধ্যপ্রদেশের পেঁচ বাঘ সংরক্ষণ অভয়ারণ্যে। এদিন বাঘের হামলায় বেঘোরে মারা গিয়েছে ১৮ বছরের এক তরুণী।
EiSamay.Com tiger
ছবিটি প্রতীকী


জানা গিয়েছে, বনের অগভীরে মহুয়া ফুল তুলেতে গিয়েছিলে ওই তরুণী। আর সেই সময়েই বাঘ তাঁকে বনের গভীরে টেনে নিয়ে যায়। আগের দুজেনর মতো বাঘটি ওই তরুণীকে শিকার হিসেবে খায়নি। ভুল করেই তরুণীর উপর হামলা চালিয়েছে বলে জানিয়েছে বনকর্মীরা। বনের মধ্যে রক্তাক্ত অবস্থায় তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। মৃহদেহ চিহ্ণিত করা গিয়েছে। মৃত যুবতীর নাম সন্তোষী বালচাঁদ।

বনকর্মীরা জানিয়েছে, পেঁচ অভয়ারণ্যের থুয়েপানি এলাকায় মহুয়া ফুল সংগ্রহ করতে গিয়েছিল সে। সেখানেই তরুণীর গলায় থাবা বসিয়ে দেয় বাঘিনীটি। ঘটনাস্থলেই মারা যায় সে।

অভয়ারণ্যের এক অফিসার জানিয়েছেন, বুধবারই একটি বাঘিনীকে চিহ্ণিত করা গিয়েছে। এই ঘটনার দুদিন আগেই এক মহিলাকে মেরে ফেলে এক বাঘিনী। বান্ধবঘর টাইগার রিসার্ভের খিটোলি এলাকায় ঘটনাটি ঘটেছিল।

বনকর্মীদের অভিযোগ, বার বার বলা সত্ত্বেও, গ্রামবাসীরা সংরক্ষিত এলাকায় প্রবেশ করে মহুয়া ফুল তুলতে আসেন। ফলে তাঁদের উপর মাঝেমাঝেই বাঘের হামলা হওয়ার ঘটনা ঘটে।

খবরটি ইংরেজিতে পড়ুন এখানে...

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল